Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কপালে লাল টিপ, নয়া অবতারে হাজির অক্ষয়কুমার, মুহূর্তে ভাইরাল ‘লক্সমী বম্ব’-এর ট্রেলার

বহু প্রতীক্ষার পর অবশেষে লঞ্চ হলো অক্ষয়কুমার ও কিয়ারা আডবাণী অভিনীত ফিল্ম ‘লক্সমী বম্ব ‘-এর ট্রেলার। ইউটিউবে এই ট্রেলারটি লঞ্চ হতে হতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। লকডাউনের আগেই ‘লক্সমী বম্ব…

Avatar

বহু প্রতীক্ষার পর অবশেষে লঞ্চ হলো অক্ষয়কুমার ও কিয়ারা আডবাণী অভিনীত ফিল্ম ‘লক্সমী বম্ব ‘-এর ট্রেলার। ইউটিউবে এই ট্রেলারটি লঞ্চ হতে হতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। লকডাউনের আগেই ‘লক্সমী বম্ব ‘-এ অক্ষয়ের অভিনব লুকের একঝলক দেখেছিলেন নেটিজেনরা। এই লুক দেখার পর অক্ষয়ের ভক্তদের মধ্যে এই ফিল্মটি নিয়ে তুমুল আগ্রহ দেখা যায়।

এই ফিল্মটি একটি হরর কমেডি। এই ফিল্মে অক্ষয়কে দেখা যাবে ট্রান্সজেন্ডারেল ভূমিকায় যে ভূতে বিশ্বাস করেন করলেও তা সবার সামনে প্রকাশ করতে চায় না।পরিচালক রাঘব লরেন্স পরিচালিত এই মুভি আগামী 9 ই নভেম্বর হটস্টার ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

‘লক্সমী বম্ব’ তামিল ফিল্ম ‘মুন্নি 2 : কাঞ্চনার রিমেক। এই ফিল্মের ‘বিসমিল্লাহ’ গানের শুটিং হয়েছে দুবাইয়ের বুর্জ খলিফায়।মার্চ মাসে এই ছবিটির শুটিং সম্পূর্ণ হয়ে গেলেও লকডাউনের কারণে ছবিটির মার্কেটিং ও রিলিজে দেরী হয়েছে।

 

About Author