Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৫০ বছরে পা দিলেন শাহরুখ পত্নী গৌরী খান, টানটান গল্পে মোড়া ব্যক্তিগত জীবন

বলিউডের জনপ্রিয় দম্পতি শাহরুখ এবং গৌরী। ১৯৯১ সালে ২৫ অক্টোবর বিয়ে করেন এই দম্পতি। দুই ভিন্ন ধর্মের প্রেম, বিয়ে সব বাঁধাকে জয় করে পরিনতি দেয় নিজেদের সম্পর্ককে। বর্তমানে তিন সন্তানের…

Avatar

বলিউডের জনপ্রিয় দম্পতি শাহরুখ এবং গৌরী। ১৯৯১ সালে ২৫ অক্টোবর বিয়ে করেন এই দম্পতি। দুই ভিন্ন ধর্মের প্রেম, বিয়ে সব বাঁধাকে জয় করে পরিনতি দেয় নিজেদের সম্পর্ককে। বর্তমানে তিন সন্তানের মা গৌরী। এই বছর ৫০ বছরে পা দিলেন গৌরী খান (Gauri Khan)। আর কয়েকদিন পর ২৯ বছরের দোরগোড়ায় কড়া নাড়বেন এই দম্পতি।

৫০ বছরে পা দিলেন শাহরুখ পত্নী গৌরী খান, টানটান গল্পে মোড়া ব্যক্তিগত জীবন

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আজ গৌরী স্বামীর পরিচয়ে আজ পরিচিত নন। নিজের স্বতন্ত্র পরিচয়, গড়ে তুলেছেন তিনি নিজেই।

৫০ বছরে পা দিলেন শাহরুখ পত্নী গৌরী খান, টানটান গল্পে মোড়া ব্যক্তিগত জীবন

সদ্য মুম্বইয়ের একটি অনুষ্ঠানে স্টাইলিশ দম্পতির শিরোপা পেলেন এই জুটি। ওই অনুষ্ঠানে গৌরী বলেন, ‘‘যাঁরা বলেন, শাহরুখ স্টাইল করে না তাঁদের সঙ্গে একটা সিক্রেট শেয়ার করতে চাই। যখন কোনও পার্টিতে যাই আমরা ঠিক ২০ মিনিটে তৈরি হয়ে নিই আমি। পারফেক্ট টাইমে রেডি হয়ে যাই। আর ওর রেডি হতে তিন-চার ঘণ্টা সময় লাগে।’’

 

View this post on Instagram

 

An enjoyable evening… celebrated in style! Thanks @hindustantimes … @iamsrk

A post shared by Gauri Khan (@gaurikhan) on

সাংবাদিক অনুপমা চোপড়ার (Anupama Chopra) লেখা বই King of Bollywood: ‘Shah Rukh Khan and the Seductive World of Indian Cinema’ বইটি যদি আপনারা কখনো কেউ পড়ে থাকেন তবে জানতে পারবেন গৌরীকে বিয়ে করার জন্যে কী কী পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল কিং খানকে।

৫০ বছরে পা দিলেন শাহরুখ পত্নী গৌরী খান, টানটান গল্পে মোড়া ব্যক্তিগত জীবন

গৌরীর বাবা ও মা কেউই শাহরুখকে কখনো জামাই হিসেবে চাননি। বোনের সঙ্গে সম্পর্ক ভাঙতে শাহরুখকে বন্দুকের সামনে হুমকি দিয়েছিলেন গৌরির দাদা! এমনকি গৌরীর মা সবিতা ছিব্বা মেয়েকে শাহরুখের প্রভাব থেকে বের করে আনার জন্যে নাকি তিনি জ্যোতিষের পরামর্শও নিয়েছিলেন।

৫০ বছরে পা দিলেন শাহরুখ পত্নী গৌরী খান, টানটান গল্পে মোড়া ব্যক্তিগত জীবন

আজ গৌরী খান বলিউডে একজন সফল মহিলা উদ্যোক্তা। না স্বামীর পরিচয় ধার নিয়ে তিনি জীবন প্রতিষ্ঠিত করেননি। নিজেই নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন। ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’ প্রতিষ্ঠা করেন গৌরী নিজে এবং একটি বিতরণকারী প্রতিষ্ঠান স্থাপন করেন। সম্প্রতি ‘মাই লাইফ ইন ডিজাইন’ নামে একটি বইও লিখেছেন তিনি । গৌরি এখথন দেশের প্রথম সারির মহিলা উদ্যোগপতিদের একজন ।

৫০ বছরে পা দিলেন শাহরুখ পত্নী গৌরী খান, টানটান গল্পে মোড়া ব্যক্তিগত জীবন

About Author