Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আজ ৮ই অক্টোবর, জানুন আজকের রাশিফল

সুপ্রভাত। দেখে নেওয়া যাক আজকে কোন রাশির মানুষের ভাগ্যে কী ঘটতে পারে। মেষ-- বাচ্চা বা অল্প বয়স্কদের সংসর্গ আজ আপনার জন্য উপযুক্ত হবে। পরিবারের কেউ সাহায্য করতে পাশে দাঁড়াবে। কর্মক্ষেত্রে…

Avatar

সুপ্রভাত। দেখে নেওয়া যাক আজকে কোন রাশির মানুষের ভাগ্যে কী ঘটতে পারে।

মেষ– বাচ্চা বা অল্প বয়স্কদের সংসর্গ আজ আপনার জন্য উপযুক্ত হবে। পরিবারের কেউ সাহায্য করতে পাশে দাঁড়াবে। কর্মক্ষেত্রে বেশ মধুর অভিজ্ঞতা আসবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বৃষ– শরীর ও মন ভালো রাখতে যোগ ব্যায়াম করুন। অর্থাগম হতে পারে। আপনার আবেগকে নিয়ন্ত্রণে রেখে অন্যের সঙ্গে কথা বলুন, মিশুন। না তো সমস্যা তৈরি হতে পারে।

মিথুন– অন্যান্য দেশের সঙ্গে ব্যবসায়িক সূত্র রয়েছে এমন ব্যক্তিরা আজ সতর্ক ভাবে ব্যবসায়িক কাজ করুন। আপনার ব্যবহার-আচরণ আপনার জন্য লাভদায়ক হবে।

কর্কট– আর্থিক সঞ্চয় শুরু করার পক্ষে ভালো দিন। কোনো প্রিয় মানুষের সঙ্গে তর্কাতর্কি হতে পারে এমন বিষয় ও আলোচনা থেকে দূরে থাকুন।

সিংহ– মানসিক ক্লান্তি থাকলে উপযুক্ত বিশ্রাম নিন। কোনো পারিবারিক সমস্যাকে জটিল করে না দেখে ঠান্ডা মাথায় সমাধান খুঁজুন।

কন্যা– পরিবারের কারোর স্বাস্থ্য চিন্তার বিষয় হতে পারে। প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থার জন্য সতর্ক থাকুন। গর্ভবতী মহিলারা আজ সাবধানে চলাফেরা করুন। কোনো সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে।

তুলা– পছন্দ মত কাজের মধ্যে থেকে শারীরিক ও মানসিক সুস্থতা লাভ করবেন। আর্থিক ক্ষেত্রে উন্নতি। আজ আপনার সৃজনশীল মনোভাব প্রকাশ পেতে পারে।

বৃশ্চিক– আজ শারীরিক ও মানসিক ভাবে চাঙ্গা থাকবেন। ফলে ফেলে রাখা কঠিন কাজও আজ সহজে শেষ করতে পারবেন। তবে আর্থিক সমস্যা একটু মাথাব্যথার কারণ হলেও পরিশ্রম করে ফল জোগাড় করতে আত্মবিশ্বাসী হন।

ধনু– স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন। আপনার বিশেষ ক্ষমতাকে কাজে লাগান, সবক্ষেত্রে উন্নতি দেখতে পারবেন। অসম্পূর্ণ কাজগুলো আজ শেষ করুন।

মকর– পরিবারের কাছের কারোর থেকে সাহায্য পাবেন। আবেগ নিয়ন্ত্রণে না রাখলে অযথা সমস্যা তৈরি হতে পারে।

কুম্ভ– অনেকরকম সমস্যার সমাধান করতে গিয়ে মানসিক চাপ পড়বে, বিশ্রাম নিন উপযুক্ত। বৈদেশিক ব্যবসা বাণিজ্যর সঙ্গে যুক্ত মানুষজন আজ লাভবান হতে পারেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং স্থিরতা রাখুন।

মীন– আজ আপনার মেধা বুদ্ধির প্রয়োজন হবে যে কোনো ক্ষেত্রে। কোনো সুসংবাদ সুখ আনতে পারে। ক্ষুদ্র ব্যবসায়ীরা বিশেষ কোনো পরিকল্পনা বা পরামর্শ নিলে ব্যবসায়িক লাভ হওয়ার প্রবল সম্ভাবনা।

About Author