Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হাসির খোরাক যোগাতে স্টার জলসায় আসছে ‘হাসিওয়ালা & কোম্পানি’

করোনা অতিমারী পরিস্থিতি মানুষকে ক্রমশ ডিপ্রেশনের দিকে ঠেলে দিচ্ছে।আত্মীয়-পরিজনদের থেকে দূরে থাকা, একাকীত্ব মানুষের দমবন্ধ করে দিচ্ছে। দিনের পর দিন লকডাউন মানুষের আর্থিক পরিস্থিতির অবনতি ঘটিয়েছে। এইসমস্ত পরিস্থিতি মাথায় রেখে…

Avatar

করোনা অতিমারী পরিস্থিতি মানুষকে ক্রমশ ডিপ্রেশনের দিকে ঠেলে দিচ্ছে।আত্মীয়-পরিজনদের থেকে দূরে থাকা, একাকীত্ব মানুষের দমবন্ধ করে দিচ্ছে। দিনের পর দিন লকডাউন মানুষের আর্থিক পরিস্থিতির অবনতি ঘটিয়েছে। এইসমস্ত পরিস্থিতি মাথায় রেখে স্টার জলসা নিয়ে আসতে চলেছে,তাদের নতুন শো ‘hashiwala & company’।এই শো-তে অভিনব হাসির পসরা নিয়ে মঞ্চে আসছেন প্রতিভাবান প্রতিযোগীরা।

বিচারকদের আসনে থাকবেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য,অভিনেতা রজতাভ দত্ত,অভিনেতা অঙ্কুশ হাজরা।চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছেন এই তিন তারকাকে বিচারকের আসনে নির্বাচন করার কারণ হলো এঁদের অসাধারণ কমিক টাইমিং। এছাড়াও এই তিন তারকার উপস্থিতি শো-এর টিআরপি বাড়াতেও সাহায্য করবে। এই শো সঞ্চালনা করবেন অভিনেতা যিশু সেনগুপ্ত। এতদিন যিশু সঙ্গীত প্রতিযোগিতা সঞ্চালনা করেছেন। কিন্তু এই প্রথম তাঁকে দেখা যাবে হাস্যরসের প্রতিযোগিতা সঞ্চালনা করতে।সঞ্চালনাতেও রয়েছে অভিনবত্ব। যিশু এই শো-তে থাকবেন হাসিওয়ালার ভূমিকায় ও তাঁর কোম্পানির সদস্য হিসাবে তিনি দর্শকের সামনে নিয়ে আসবেন বাংলার বারো জন প্রতিভাবান কমেডিয়ানকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই শোয়ের বিভিন্ন পর্বে মঞ্চে দেখা যাবে অভিনেতা খরাজ মুখোপাধ্যায়,অম্বরীশ ভট্টাচার্যের মত আরো অনেক সেলিব্রিটি কমেডিয়ানকে। স্টার জলসার মুখপাত্র বলেন, ‘‘বাংলার এক নম্বর বিনোদন চ্যানেল হওয়ার দৌলতে স্টার জলসার দায়িত্ব এই কঠিন অনিশ্চিত সময়ে মানুষকে মোটিভেটেড রাখা,খুশি রাখা।আর হাসিই একমাত্র ওষুধ যা নিমেষে জাদু করতে পারে ।হাসিওয়ালা অ্যান্ড কোম্পানি এই মন খারাপ করা সময়ে বয়ে আনবে এক ঝলক টাটকা হাওয়া।আমরা আশাবাদী,এই শো বাংলার সবচেয়ে প্রিয় উইকএন্ড শো হয়ে উঠবে কিছুদিনের মধ্যেই।“ আগামী 10ই অক্টোবর থেকে প্রতি শনিবার ও রবিবার রাত 9:30 থেকে স্টার জলসায় দর্শকদের মাতাতে আসছে ‘হাসিওয়ালা অ্যান্ড কোম্পানি‘।

About Author