মন খারাপ হলেই গর্ভস্থ সন্তানের সঙ্গে কথা বলতেন জড়োয়ার ঝুমকো সিরিয়ালের ‘জড়োয়া’ অঙ্কিতা মজুমদার পাল। এখন সামনা সামনিই অনেক কথা বলেন অভিনেত্রী তাঁর একরত্তি মেয়ের সঙ্গে। ছবিও পোস্ট করেন অভিনেত্রী। একদম প্রথম প্রথম মেয়ের হাতের ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।
https://www.facebook.com/ankitampaul/posts/3316357621776493
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএবার শেয়ার করলেন মেয়ের আরও বেশ কয়েকটি ছবি।
গত ৭ সেপ্টেম্বর মা হয়েছেন অভিনেত্রী অঙ্কিতা পাল মজুমদার। ইউভানের জন্মের কিছুদিন আগেই অঙ্কিতার ঘর আলো করে আসে অঙ্কিতার মেয়ে।
কি নাম রেখেছেন অঙ্কিতা তাঁর মেয়ের? সদ্যোজাত কন্যার নাম রেখেছেন আরুন্যা পাল (AARUNYA PAUL)
২৮ জানুয়ারি কলকাতার একটি হোটেলের লনে বসেছিল অঙ্কিতা-সৌমিত্রর বিয়ের আসর। এর পর দেড় বছরের মাথায় অঙ্কিতা-সৌমিত্রর ঘর আলো করে আসে ফুটফুটে এক কন্যা সন্তান। সেদিন অঙ্কিতা ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের শাড়িতে সেজেছিলেন।
এরপর ঘনিয়ে আসে সেই দিন যেই দিনের জন্য প্রত্যেকটা মেয়ে অধীর আগ্রহে অপেক্ষা করে। কোল আলো করে আসে অঙ্কিতার মেয়ে আরুন্যা পাল (AARUNYA PAUL)