Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নিলামে রেকর্ড! ডাইনোসরের দাম ২৩৩ কোটি ২১ লক্ষ ২৬ হাজার ১৪০ টাকা

১৯০২ সাল থেকে এখনও পর্যন্ত খোঁড়াখুঁড়ি করে ৫০টা কঙ্কাল পাওয়া গিয়েছে। এর আগে ১৯৭৭ সালে নিলাম ডেকেছিল সদবি। স্যু নামের এই ডাইনোসরের কঙ্কাল বিক্রি হয়েছিল প্রায় ৬১ কোটি ৬০ লক্ষ…

Avatar

১৯০২ সাল থেকে এখনও পর্যন্ত খোঁড়াখুঁড়ি করে ৫০টা কঙ্কাল পাওয়া গিয়েছে। এর আগে ১৯৭৭ সালে নিলাম ডেকেছিল সদবি। স্যু নামের এই ডাইনোসরের কঙ্কাল বিক্রি হয়েছিল প্রায় ৬১ কোটি ৬০ লক্ষ ৬০ হাজার ২০০ টাকায়। কিন্তু এদিন নিউ ইয়র্কে নিলাম শুরু হওয়ার পর  এর দাম হয় ৬৬ কোটি ৫১ হাজার টাকা। কিন্তু শেষ পর্যন্ত ২৩৩ কোটি ২১ লক্ষ ২৬ হাজার ১৪০ টাকা দিয়ে এই ডাইনোসরের কঙ্কাল কিনলেন স্ট্যান নামের এক ব্যাক্তি।নিলামে রেকর্ড! ডাইনোসরের দাম ২৩৩ কোটি ২১ লক্ষ ২৬ হাজার ১৪০ টাকাকি অবাক লাগছে তো? একটা ডাইনোসরের কঙ্কাল এতো টাকায়। জানা গিয়েছে এই টি-রেক্স বা টাইনোসরের কঙ্কালটি উচ্চতায় ৪ মিটার এবং প্রস্থে ৪০ ফুট। যা এখন স্ট্যান নামের ওই ব্যাক্তির সম্পত্তি রূপে পরিগণিত হয়েছে।
About Author