ভোজপুরি গান হোক বা বলিউড মিউজিক স্বপ্না চৌধুরী (Sapna Choudhary) একটা আলাদা ক্রেজ, আলাদা উন্মাদনা। স্টেজে উঠলেই স্টেজ গরম। চারিদিকে তৈরি হয় এক অদ্ভুত মাদকতা। ৩০ এই সুন্দরী কবে কার গলায় বরমাল্য দেবেন তা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা ছিল৷ সেই জল্পনার অবসান ঘটিয়েছেন ড্যান্স পারফর্মার নিজেই। জুলাই মাসের দিকে নিজের কিছু ছবি স্বপ্না ইন্সটাগ্রামে শেয়ার করেছিলেন। যেখানে স্বপ্না একটা হলুদ রঙের সালোয়ার কামিজ পড়েছিলেন আর কপালে তাঁর সিঁদুর জলজল করছিলো। তারমানে নিতান্ত গোপনেই বিয়ে সারলেন এই জনপ্রিয় ড্যান্স পারফর্মার।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরেকটি বড় চমকের ব্যপার হল, বিয়ের চারমাসের মাথায় সন্তান প্রসব করলেন এই সুন্দরী। ৪ অক্টোবর স্বপ্না পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী।
View this post on Instagram
স্বপ্নার স্বামীর নাম বীর সাহু। দীর্ঘদিনের সম্পর্ক সাহুর সঙ্গে স্বপ্নার। অবশেষে বিয়ে সন্তান দিয়ে সুখবর দিলেন অভিনেত্রী গায়িকা ও পারফর্মার স্বপ্না চৌধুরী।