Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ক্রিকেট দুনিয়ায় দুঃসংবাদ, পথ দুর্ঘটনায় মৃত আফগান ক্রিকেটার

আফগানিস্তান: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আফগানিস্তানের ওপেনিং ব্যাটসম্যান নাজিব তারাকাইয়ের। গত 2 অক্টোবর এক পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নাজিব। চিকিৎসকরা জানান, তার মাথায় গভীর ক্ষতের…

Avatar

আফগানিস্তান: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আফগানিস্তানের ওপেনিং ব্যাটসম্যান নাজিব তারাকাইয়ের। গত 2 অক্টোবর এক পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নাজিব। চিকিৎসকরা জানান, তার মাথায় গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। এমনকি তিনি পরবর্তী সময়ে কোমায় চলে যান। অবশেষে জীবনযুদ্ধে হার মানতে হল এই আফগান ক্রিকেটারকে। তার মৃত্যুতে স্বভাবতই শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেটমহলে।

জানা গিয়েছে, দুর্ঘটনার দিন এক দোকান থেকে বেরিয়ে রাস্তা পার হচ্ছিলেন নাজিব। সেই সময়ে ছুটে আসা একটি গাড়ি কার্যত ধাক্কা মেরে তাকে পিষে দিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় এলাকার মানুষরা তাকে ধরে নিয়ে হাসপাতালে ভর্তি করেন। এবং গত দু’দিন ধরে জীবনযুদ্ধে লড়াই করছিলেন তিনি। কিন্তু বাইশ গজের এই আফগান তারকা জীবনের লড়াই করতে পারলেন না। অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন নাজিব।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই আফগান ক্রিকেটার দেশের হয়ে একটি একদিনের ম্যাচ এবং 12 টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 29। আফগানিস্তান ক্রিকেট বোর্ড নাজিবের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে এই শোকবার্তা জানানো হয়েছে।

About Author