খুব শীঘ্র অক্ষয়ের কয়েকটি মুভি রিলিজ হতে চলেছে আগামী বছরে। ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পাচ্ছে অক্ষয়ের মুভি। তবে কি তাঁর জন্যেই অবশেষে মুখ খুললেন বলিউডের খিলাড়ি? না নিজের মুভির কথা মুখে না আনলেও এতদিন পরে অক্ষয়ের নীরবতা ভাঙ্গার কারণ যথেষ্ট উদ্দেশ্যমূলক তা স্পষ্ট। এদিন অক্ষয় বলিউডের মাদক যোগ ছাড়াও সুশান্তের জন্য সমবেদনা প্রকাশ করেন। উল্লেখ্য, আজকেই AIIMS এর তরফ থেকে জানানো হয়, সুশান্ত আত্মহত্যাই করেছিলেন।Bahot dino se mann mein kuch baat thi lekin samajh nahi aa raha tha kya kahoon, kisse kahoon. Aaj socha aap logon se share kar loon, so here goes… #DirectDilSe ?? pic.twitter.com/nelm9UFLof
— Akshay Kumar (@akshaykumar) October 3, 2020
নীরবতা ভেঙ্গে বলিউডের মাদক-কাণ্ড নিয়ে মুখ খুললেন অক্ষয় কুমার
'অবশেষে' মুখ খুললেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। বলিউডের ড্রাগ কাণ্ড নিয়ে এত জল ঘোলা হল, এনসিবি তদন্ত শুরু করে দিল, সাংসদের মধ্যে তুমুল ঝড় বয়ে গেল তখনও বলিউডের খিলাড়ি চুপ…

আরও পড়ুন