Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নীরবতা ভেঙ্গে বলিউডের মাদক-কাণ্ড নিয়ে মুখ খুললেন অক্ষয় কুমার

'অবশেষে' মুখ খুললেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। বলিউডের ড্রাগ কাণ্ড নিয়ে এত জল ঘোলা হল, এনসিবি তদন্ত শুরু করে দিল, সাংসদের মধ্যে তুমুল ঝড় বয়ে গেল তখনও বলিউডের খিলাড়ি চুপ…

Avatar

‘অবশেষে’ মুখ খুললেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। বলিউডের ড্রাগ কাণ্ড নিয়ে এত জল ঘোলা হল, এনসিবি তদন্ত শুরু করে দিল, সাংসদের মধ্যে তুমুল ঝড় বয়ে গেল তখনও বলিউডের খিলাড়ি চুপ ছিলেন। এরপর হঠাৎ করেই বলিউডের ড্রাগ সংযোগ নিয়ে মুখ খুললেন। তিনি বুকে হাত রেখে বলেন, “আমরা তারকা তখনই হই যখন আপনারা আমাদের পছন্দ করেন৷ড্রাগসের বিষয়টি উড়িয়ে দেওয়া কখনই যায় না ৷ কিন্তু তাই বলে এর জন্য পুরো বলিউডকে কাঠগড়ায় দাঁড় করানো ঠিক নয় ৷ ড্রাগস একটা বড় সমস্যা ৷ এই সমস্যাকে শেষ করারই প্রয়োজন রয়েছে ৷ আমাদের তদন্তকারী এজেন্সি এবং আদালত এই নিয়ে কাজ করছে ৷ পাশাপাশি মিডিয়ার কাছেও আমার আবেদন, যে কারোর সম্পর্কে কোনও একটা নেগেটিভ খবরই কিন্তু তাঁর জীবনকে পুরোপুরি নষ্ট করে দিতে পারে ৷ তাই সেই দিকটিও বিবেচনা করা উচিৎ।” চলুন অক্ষয়ের মুখ থেকেই শুনে নিই। খুব শীঘ্র অক্ষয়ের কয়েকটি মুভি রিলিজ হতে চলেছে আগামী বছরে। ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পাচ্ছে অক্ষয়ের মুভি। তবে কি তাঁর জন্যেই অবশেষে মুখ খুললেন বলিউডের খিলাড়ি? না নিজের মুভির কথা মুখে না আনলেও এতদিন পরে অক্ষয়ের নীরবতা ভাঙ্গার কারণ যথেষ্ট উদ্দেশ্যমূলক তা স্পষ্ট। এদিন অক্ষয় বলিউডের মাদক যোগ ছাড়াও সুশান্তের জন্য সমবেদনা প্রকাশ করেন। উল্লেখ্য, আজকেই AIIMS এর তরফ থেকে জানানো হয়, সুশান্ত আত্মহত্যাই করেছিলেন।
About Author