Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অভিনয় ছাড়াও আরও একটি কাজে পারদর্শী অক্ষয়, ফাঁস করলেন স্ত্রী টুইঙ্কেল

এক টক শোয়ে হাজির হয়েছিলেন বলিউডের কুমার দম্পতি। সেখানেই অক্ষয়ের গোপন কথা ফাঁস করে দেন টুইঙ্কেল খান্না। ২০০১ এ বিয়ে করেছিলেন বলিউডের খিলাড়ি অক্ষয় আর টুইঙ্কেল। দীর্ঘদিন অভিনয়ের ময়দান ছেড়ে…

Avatar

এক টক শোয়ে হাজির হয়েছিলেন বলিউডের কুমার দম্পতি। সেখানেই অক্ষয়ের গোপন কথা ফাঁস করে দেন টুইঙ্কেল খান্না।

অভিনয় ছাড়াও আরও একটি কাজে পারদর্শী অক্ষয়, ফাঁস করলেন স্ত্রী টুইঙ্কেল

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২০০১ এ বিয়ে করেছিলেন বলিউডের খিলাড়ি অক্ষয় আর টুইঙ্কেল। দীর্ঘদিন অভিনয়ের ময়দান ছেড়ে দিয়েছেন টুইঙ্কল, বর্তমানে তিনি লেখালেখিতে মনিনিবেশ করেছেন। তাঁর প্রথম বই ‘মিসেস ফানিবোনস’ পাঠক মহলে দারুণ সাড়া ফেলেছিল।

অভিনয় ছাড়াও আরও একটি কাজে পারদর্শী অক্ষয়, ফাঁস করলেন স্ত্রী টুইঙ্কেল

এক সাক্ষাৎকারে, অক্ষয় জানান যে টুইঙ্কেল কোন রান্না করতেই পারেন না, শুধু ডিমের অমলেট ছাড়া। তাই মাঝেমধ্যে রান্নার দ্বায়িত্ব নিজের কাঁধে তুলে নেন বলিউডের খিলাড়ি অক্কি। এদিকে টুইঙ্কেলও বলেন, তিনি যত বড় ‘রুস্তম-খিলাড়ি’-ই হোন না কেন, দৈনন্দিন জীবনের যাবতীয় দরকারি জিনিস খুঁজে না পেলে ডাক পরে টুইঙ্কেলেরই।

অভিনয় ছাড়াও আরও একটি কাজে পারদর্শী অক্ষয়, ফাঁস করলেন স্ত্রী টুইঙ্কেল

তবে স্ত্রী কিন্তু স্বামীর প্রশংসায় পঞ্চমুখ। টুইঙ্কেল এর কথায়,কোনও পার্টিতে গেলে সেখান থেকেও ঘড়ি ধরেই ফিরে আসেন অক্কি। এমনকি বাড়িতেই সময় কাটাতে পছন্দ করেন অক্ষয় কুমার।

অভিনয় ছাড়াও আরও একটি কাজে পারদর্শী অক্ষয়, ফাঁস করলেন স্ত্রী টুইঙ্কেল

সাধারণত আট ঘণ্টা কাজ করেন অক্ষয়, তারপরেই বাড়ি ফিরে আসেন তিনি। এমনকি রাত ৮ টার মধ্যে ডিনার সেরে নেন এবং রাত ১০ টার মধ্যে শুতে চলে যান অক্ষয়, এমনটাই জানালেন টুইঙ্কেল।

অভিনয় ছাড়াও আরও একটি কাজে পারদর্শী অক্ষয়, ফাঁস করলেন স্ত্রী টুইঙ্কেল

About Author