Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হাথরস কান্ড : এসপি-এসআই সহ পুলিশকর্মীদের সাসপেন্ড করলেন যোগী আদিত্যনাথ

উত্তরপ্রদেশ: হাথরস কান্ডে নয়া মোড়। এই কান্ডে পুলিসের গাফিলতির অভিযোগে হেড পুলিশ অফিশিয়ালসদের সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গতকাল, শুক্রবার বিকেলে ডিএম প্রবীন কুমার এবং এসপি বিক্রম…

Avatar

উত্তরপ্রদেশ: হাথরস কান্ডে নয়া মোড়। এই কান্ডে পুলিসের গাফিলতির অভিযোগে হেড পুলিশ অফিশিয়ালসদের সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গতকাল, শুক্রবার বিকেলে ডিএম প্রবীন কুমার এবং এসপি বিক্রম বীরের বিরুদ্ধে রিপোর্ট তলব করেছিল উত্তরপ্রদেশ সরকার।

জানা গিয়েছে, এই ঘটনায় তাঁদের কোনও গাফিলতি হয়েছে কিনা, তা জানতে চেয়েছে যোগী আদিত্যনাথের সরকার। আর এদিন রাতেই এসপি বিক্রান্ত বীর, সিও রাম শাবাদ, ইন্সপেক্টর দীনেশ কুমার বর্মা, এসআই জগবীর সিং এবং হেড কনস্টেবল মহেশ পালকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। এমনকি তাঁদের নারকো টেস্ট করারও নির্দেশ দিয়েছেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত, হাথরস কান্ডের প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে গোটা দেশ। বৃহস্পতিবার নির্যাতিতা তরুণীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে কার্যত গ্রেফতার হয়েছেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। আর গতকাল, শুক্রবার হাথরসের যান তৃণমূলের সাংসদের দলের প্রতিনিধিরা। তাঁরা ঘটনাস্থলে পৌঁছে গেলে সেখানে দফায় দফায় বিক্ষোভ শুরু হয়। জারি হয় 144 ধারা।

এমনকি এই একই ধারা জারি করা হয় দিল্লির ইন্ডিয়া গেটের সামনেও। কারণ, সেখানেও জমায়েত করে বিক্ষোভ দেখানো হয়। যদিও জমায়েত করে যাতে কোনওরকম বিক্ষোভ দেখানো না যায়, তার জন্য সক্রিয় থাকে দিল্লি পুলিশ। সব মিলিয়ে যত সময় যাচ্ছে তত এই ঘটনার চাঞ্চল্যকর পূর্ণ হয়ে উঠছে গোটা দেশের কাছে, তা বলাই যায়।

About Author