Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পুজোয় ‘আধুনিকা দুর্গা’ তৃণার ফটোশুট, ভাইরাল ভিডিও

লকডাউনের সময় থেকে একের পর এক চ্যালেঞ্জ নিয়েই চলেছেন টলি-টাউনের অভিনেত্রী তৃণা সাহা।কখনো 'এখন-তখন' চ্যালেঞ্জ যেখানে দেখা যাচ্ছে 72 কিলো ওজনের তৃণাকে তো কখনো ফটোশুট। ধীরে ধীরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি…

Avatar

লকডাউনের সময় থেকে একের পর এক চ্যালেঞ্জ নিয়েই চলেছেন টলি-টাউনের অভিনেত্রী তৃণা সাহা।কখনো ‘এখন-তখন’ চ্যালেঞ্জ যেখানে দেখা যাচ্ছে 72 কিলো ওজনের তৃণাকে তো কখনো ফটোশুট। ধীরে ধীরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যাবতীয় বিধি মেনে শুটিং শুরু করেছে। তৃণাও আবার ফিরেছেন কাজে। কিন্তু কাজে ফিরতে ফিরতেই ‘কলের বৌ’ দর্শকদের চমকে দিয়েছেন।

খুব সম্প্রতি তৃণা পুজো উপলক্ষ্যে একটি ফটোশুট করেছেন যাতে তাঁর পরনে ছিল সনাতন তাঁতের কালো ও লালপাড় শাড়ি।কিন্তু ফুলস্লিভ ব্লাউজ ও সানগ্লাস তৃণার এই লুককে দিয়েছে অভিনবত্ব। ব্যাকগ্রাউন্ডে রয়েছে পুরোনো বাঙালী বাড়ির স্থাপত্য। তৃণা তাঁর কেরিয়ারের শুরু থেকেই বরাবর গতানুগতিক ধারার বাইরে অন্যরকম চরিত্রে অভিনয় করেছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এবার নিজের শুটের পোজ নিয়েও পরীক্ষা-নিরীক্ষা করতে দেখা গেল তাঁকে।তৃণার ইন্সটাগ্রামে এই শুটের ভিডিও পোস্ট করতেই ভাইরাল হয়েছে ভিডিওটি এবং লাইকের সংখ্যাও নেহাত কম নয়। ফটোগ্রাফার সায়ন্তন দত্ত-র ক্যামেরায় তৃণার এই নতুন লুক নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে।

About Author