Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পুজোর আগেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

নয়াদিল্লি: আগামী বছর বিধানসভা নির্বাচন। তাই সে কথা মাথায় রেখে পুজোর আগেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের বিভিন্ন স্তরে জেলা নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এমনটাই জানা গিয়েছে।…

Avatar

নয়াদিল্লি: আগামী বছর বিধানসভা নির্বাচন। তাই সে কথা মাথায় রেখে পুজোর আগেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের বিভিন্ন স্তরে জেলা নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এমনটাই জানা গিয়েছে। ‘ভোকাল ফর লোকাল’ বাংলা নেতাদের এমন ভোটমন্ত্রই দিয়েছেন তিনি।

পশ্চিমবঙ্গ এবং কেরল জয় ছাড়া বিজেপির স্বর্ণযুগ বলা যাবে না, এ কথা তিনি আগেই জানিয়েছিলেন। লোকসভা ভোটে জয়ের পর এবার টার্গেট পশ্চিমবঙ্গ, এমনটাও অকপটে জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর সে কারণেই পুজোর আগে রাজ্যে আসছেন অমিত শাহ। তিনি সাংগঠনিক বৈঠক করবেন বলে জানা গিয়েছে। পশ্চিমবঙ্গকে বেশ কয়েকটি সাংগঠনিক অঞ্চলে ভাগ করে এই বৈঠক করা হবে। প্রথমেই তিনি সাংগঠনিক বৈঠক করবেন উত্তরবঙ্গে নেতা-নেত্রীদের সঙ্গে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত, আজ, বৃহস্পতিবার বাংলার বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আর সেখানেই বিজেপির সহ পর্যবেক্ষক করা হয় মুকুল রায়কে। দিলীপ ঘোষের সঙ্গে তালে তাল মিলিয়ে বাংলায় বিধানসভা নির্বাচনের জন্য কাজ করবেন মুকুল।

About Author