Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনার পর এবার প্লেগ! নতুন আতঙ্কে কাঁপছে চিনের মানুষ

করোনা সংক্রমণ বিদায় নেওয়ার আগেই চিনে আবার নতুন আতঙ্ক দেখা দিয়েছে প্লেগের। চিনের মেনঘাই কাউন্টির গ্রামে একটি শিশু Black Death প্লেগে আক্রান্ত হয়েছে। ইতিমধ্যেই চিনে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা।…

Avatar

করোনা সংক্রমণ বিদায় নেওয়ার আগেই চিনে আবার নতুন আতঙ্ক দেখা দিয়েছে প্লেগের। চিনের মেনঘাই কাউন্টির গ্রামে একটি শিশু Black Death প্লেগে আক্রান্ত হয়েছে। ইতিমধ্যেই চিনে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। জানা গিয়েছে এই প্লেগেই অনেক আগে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল।এই ভয়ানক রোগ মাছির মাধ্যমে ইঁদুরের শরীর তারপর মানুষের শরীরে প্রবেশ করে। এর আগে ইউনান প্রদেশে এই একই রোগ ছড়িয়ে পড়েছিল বলে জানিয়েছিল প্রশাসন।   সূত্রের খবর অনুযায়ী এই ভয়ানক রোগ সবার প্রথমে মঙ্গোলিয়ায় ছড়িয়ে পড়ে। তখন ওখানে এই রোগে প্রায় ২২ জন এই রোগে আক্রান্ত হয়ে পড়েন।করোনার পর এবার প্লেগ! নতুন আতঙ্কে কাঁপছে চিনের মানুষএই রোগ নাকি এর মধ্যে আরো অনেক জায়গায় ছড়িয়েছে তাই রাশিয়াকেও সতর্ক করা হয়েছে। এছাড়াও এই রোগ যাতে হাতের বাইরে না চলে যায় তার জন্য ইতিমধ্যেই প্রত্যেক দেশকে সতর্ক করা হচ্ছে। পাশাপাশি কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। সাইবেরিয়া সীমান্ত অঞ্চলে সাধারণ মানুষকে টিকা দেওয়ার কাজ চলছে।
About Author