Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ফিনফিনে সবুজ শাড়ি পড়ে নাচের তালে ঝড় তুললেন মোনালিসা, ভাইরাল ভিডিও

ঠাকুরপোদের নেশা ধরানো মোনালিসা বৌদির বিশেষ কাজ হয়ে উঠেছে। তাই দিন নেই রাত নেই যখন তখন ফিনফিনে শাড়ি পড়ে বা ওয়েস্টার্ন ড্রেস পড়ে বাজিমাত করছেন মোনালিসা। এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে…

Avatar

ঠাকুরপোদের নেশা ধরানো মোনালিসা বৌদির বিশেষ কাজ হয়ে উঠেছে। তাই দিন নেই রাত নেই যখন তখন ফিনফিনে শাড়ি পড়ে বা ওয়েস্টার্ন ড্রেস পড়ে বাজিমাত করছেন মোনালিসা। এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ। বিশেষ করে ইনস্টাগ্রামে। নানা রকম ভিডিও পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে। সেরকমই এক ভিডিওতে মোনালিসাকে দেখা যাচ্ছে সুবুজ শাড়ি পড়ে হিন্দি গানের নাচের সঙ্গে অঙ্গ দোলাচ্ছেন।

 

View this post on Instagram

 

Pehla Nasha Pehla Khumaar ❤️… #feelitreelit #monday #feel

A post shared by MONALISA (@aslimonalisa) on

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কলকাতার মেয়ে মোনালিসা বাংলা ছবি দিয়েই নিজের যাত্রা শুরু করেছিলেন। কিন্তু এখানে সেরকমভাবে আসর সাজিয়ে বসতে পারেননি। শেষে অভিনেত্রী ভোজপুরি ছবি বেছে নেন। সেখানে মোনালিসার একের পর এক বোল্ড গান হিট হতে থাকে।

 

View this post on Instagram

 

A post shared by MONALISA (@aslimonalisa) on

এরপর অভিনেত্রী বাংলায় এসে দুপুর ঠাকুরপো সিরিজ ২ এ এসে নাম লেখান। জমে ওঠে তাঁর অভিনয় আর লাস্যময়ী অঙ্গিভঙ্গি। মোনালিসা হয়ে ওঠেন আবেদনময়ী ঝুমা বৌদি।

About Author