যেই ভাবা সেই কাজ। কোয়েল মল্লিক আবারও লাইট-ক্যামেরা-অ্যাকশনের মুখোমুখি হতে চলেছেন। গর্জাস লাল সালোয়ারে সেজেছেন অভিনেত্রী। পুরনো দুনিয়ায় ফেরার অভিজ্ঞতা ভাগ করতে পেরে কোয়েল জানান, ‘‘কত দিন পর আবার শুটিং করছি। গত বছর পুজোয় ছবি মুক্তির পর অনেক দিনের অবসর ছিল। শুটের মধ্যে ছোট্ট একটা ব্রেক পেয়েছি। এই সুযোগে সবার সঙ্গে আমার আনন্দ ভাগ করে নিলাম।’’View this post on InstagramIn between shoot…calling to check on my other self at home…? #WorkingMamma ?
গত বছর অভিনেত্রী শেষ কাজ করেছিলেন, তখন পুজোর সময় মুক্তি পেয়েছিল ‘মিতিন মাসি’।এরপরেই সন্তানসম্ভবা হন কোয়েল।
এবারে জুম্বা করে ফিটনেস আগের জায়গায় এনে টলি পাড়ায় পা রাখেন। উল্লেখ্য, ২৮ অক্টোবর কোয়েল ভার্চুয়াল উদ্বোধক হিসেবে থাকবেন উত্তর আমেরিকার শিকাগো শহরের ‘ছবিঘর’ স্বেচ্ছ্বাসেবী আয়োজিত বাংলা চলচ্চিত্র উৎসবের।View this post on Instagram