Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সন্ত্রাসবাদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বাংলা : রাজ্যপাল

কলকাতা: রাজ্যে আইন-শৃঙ্খলা নিয়ে বহুবার রাজ্যকে একহাত নিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। 'সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বাংলা', রাজ্যের আইন-শৃঙ্খলার বিরুদ্ধে তোপ দেগেছেন রাজ্যপাল। আর এবার আজ, সোমবার ডিজিপি প্রসঙ্গে ফের একবার…

Avatar

কলকাতা: রাজ্যে আইন-শৃঙ্খলা নিয়ে বহুবার রাজ্যকে একহাত নিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ‘সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বাংলা’, রাজ্যের আইন-শৃঙ্খলার বিরুদ্ধে তোপ দেগেছেন রাজ্যপাল। আর এবার আজ, সোমবার ডিজিপি প্রসঙ্গে ফের একবার সুর চড়ালেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

রাজ্যের প্রশাসনিক কাজ নিয়ে তোপ দেগে রাজ্যপাল বলেছেন, ‘রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। নিজেদের কাজ ঠিকমতো করছে না পুলিশ। প্রশাসন শাসক দলের হয়ে কাজ করছে।’ এর পাশাপাশি এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে ছাড়েননি রাজ্যপাল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তিনি মুখ্যমন্ত্রীকে এক হাত নিয়ে বলেন, ‘আমাকে রাজ্যের খুঁটিনাটি বিষয়ে জানানো হচ্ছে না কেন? সাধারণ মানুষ সত্যি কথা জেনে যাবে। তাই আমাকে এড়িয়ে চলা হচ্ছে। আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, আমাকে সবকিছু আমায় বলেন। বরাবরই উনি আমার অনুরোধ উপেক্ষা করেন। মুখ্যমন্ত্রীর রাজ্যপালের প্রশ্নের উত্তর দেন না। এটা কিসের উদাহরণ?’ এভাবেই কার্যত রাজ্য-রাজ্যপাল সংঘাত আরও একবার প্রকাশ্যে এল।

About Author