Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘Unlock 5’-এ কী কী বিষয়ে পাওয়া যাবে ছাড়, জানুন

নয়াদিল্লি: আগামী ১ অক্টোবর থেকে সারাদেশে শুরু হতে চলেছে 'আনলক ফাইভ'। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনওরকম শর্তাবলী ঘোষণা করেনি কেন্দ্রীয় সরকার, তবুও করোনা পরিস্থিতির মধ্যে নিউ নর্ম্যালের মধ্য…

Avatar

নয়াদিল্লি: আগামী ১ অক্টোবর থেকে সারাদেশে শুরু হতে চলেছে ‘আনলক ফাইভ’। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনওরকম শর্তাবলী ঘোষণা করেনি কেন্দ্রীয় সরকার, তবুও করোনা পরিস্থিতির মধ্যে নিউ নর্ম্যালের মধ্য দিয়ে দেশবাসী জীবনের স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে। আর এমন সময় ‘আনলক ফাইভ’-এ কী কী শর্তাবলী প্রযোজ্য থাকে, সেদিকেই তাকিয়ে আছে গোটা দেশ। এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার ঘোষণা করে দিয়েছেন যে, রাজ্যের সমস্ত সিনেমা হল, নাট্যমঞ্চ আগামী ১ অক্টোবর থেকে খোলা হবে। এমনকি যাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও ছাড় দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মত ‘আনলক ফাইভ’-এ গোটা দেশ জুড়ে পাওয়া যাবে এই ছাড়। এই প্রশ্নই এখন সকলের মাথায় ঘুরপাক খাচ্ছে। যদিও মনে করা হচ্ছে পর্যটন ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি দেশ জুড়ে সিনেমা হলগুলি খোলার ক্ষেত্রে একটা ছাড় পাওয়া যাবে ‘আনলক ফাইভ’-এ

এবার এক নজরে দেখে নিই, কোন কোন বিষয়ে ছাড়পত্র পাওয়া যেতে পারে।….

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রথমেই রাজ্যের মত দেশ জুড়ে সিনেমা হলগুলি খোলার ক্ষেত্রে ছাড়পত্র মিলতে পারে। দ্বিতীয়ত দেশ জুড়ে পর্যটন ব্যবসার ক্ষেত্রে একটা ছাড়পত্র দেওয়া যেতে পারে। গত ২১ সেপ্টেম্বর থেকে নবম ও দ্বাদশ শ্রেণীর স্কুলের পঠন-পাঠন শুরু হলেও এখনও পর্যন্ত প্রাথমিক স্তরে স্কুলের ক্লাস শুরু হয়নি। ‘আনলক ফাইভ’-এ তা শুরু হবে না বলেও মনে করা হচ্ছে। তবে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ক্লাস ‘আনলক ফাইভ’-এ শুরু হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

প্রসঙ্গত, গতকাল, রবিবার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ক্লাস শুরুর ব্যাপারে আলোচনা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে ইউজিসির গাইডলাইন মেনে আগামী ২ নভেম্বর থেকে ক্লাস শুরু করা সম্ভব নয়। কারণ, সেই সময়ে উৎসবের মরশুম থাকবে। তাই উৎসব শেষে ক্লাস শুরু করার অনুরোধ করা হবে মুখ্যমন্ত্রীকে। সব মিলিয়ে ‘আনলক ফাইভ’-এ আর কী কী ছাড় পাওয়া যায়, সেটাই এখন দেখার।

About Author