এতোদিন ছিল এক নিয়ম কিন্তু এবার থেকে গাড়ি চালানোর সময় ড্রাইভিং লাইসেন্স, ইনসিওরেন্স পেপার, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ও পলিউশন সার্টিফিকেট-এর মত জরুরী কাগজপত্র না থাকলেও চলবে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রণালয় দ্বারা তৈরি অ্যাক্ট লাগু হবে পয়লা অক্টোবর থেকে।
এই নিয়ম লাগু হতে না হতেই রাজ্য পরিবহণ বিভাগ ও ট্রাফিক পুলিসের কাছে নোটিফিকেশনও চলে এসেছে। জানা গিয়েছে ড্রাইভিং লাইসেন্স এবং ই-চালান সমেত একাধিক গুরুত্বপূর্ণ কাগজপত্র পোর্টালের মাধ্যমে তদারকি করা হবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএকটি নতুন সফটওয়্যার আনা হচ্ছে এর মাধ্যমেই ট্রাফিক পুলিস কর্মীরা নির্দিষ্ট গাড়ির কাগজ পত্র চেক করতে পারবেন। এই মেশিনে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দিলেই পুলিশকর্মীদের হাতে যাবতীয় তথ্য চলে আসবে। নিজেদের মোবাইল ফোনে এই সফটওয়্যার ডাউনলোড করে রাখতে পারবেন প্রত্যেক পুলিশ কর্মীরা।