Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দারুন অফার! বিনামূল্যে আনলিমিটেড কল ও ডেটা দিচ্ছে ভোডাফোন!

ভারতের বাজারে নিজেদের আধিপত্য ক্রমশ বাড়িয়ে চলেছে মুকেশ আম্বানির টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও। TRAI এর রিপোর্ট অনু্যায়ী, আম্বানির জিও মোবাইল সাবস্ক্রাইবার এর দিক দিয়ে এখন দ্বিতীয় নম্বরে। জিও এত অফার…

Avatar

ভারতের বাজারে নিজেদের আধিপত্য ক্রমশ বাড়িয়ে চলেছে মুকেশ আম্বানির টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও। TRAI এর রিপোর্ট অনু্যায়ী, আম্বানির জিও মোবাইল সাবস্ক্রাইবার এর দিক দিয়ে এখন দ্বিতীয় নম্বরে। জিও এত অফার দিয়েও টপকাতে পারলো না ভোডাফোন–আইডিয়া কে। ভোডাফোন–আইডিয়া এখনও তার প্রথম স্থান ধরে রাখতে পেরেছে।

ট্রাই এর রিপোর্ট অনু্যায়ী, জিও এর গ্রাহক সংখ্যা 322.98 মিলিয়ন এবং ভোডাফোন–আইডিয়া এর গ্রাহক সংখ্যা 387.55 মিলিয়ন। TRAI এর রিপোর্ট দেখে ভোডাফোন তার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে দারুন অফার। ভোডাফোন ঘোষণা করেছে তাদের প্রিপেড গ্রাহকদের জন্য 199 টাকার মাসিক প্ল্যানে 100% ক্যাশবাকের সাথে আনলিমিটেড কল ও ডেটা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কিন্তু My Vodafone app থেকে রিচার্জ করলেই তবেই এই সুবিধা পাবেন। আগে 199 টাকার প্ল্যানে 2.8 জিবি 4 জি/3 জি ডেটা দেওয়া হত, সঙ্গে সীমার মধ্যে আনলিমিটেড কলের সুবিধা। কিন্তু নতুন প্ল্যানে প্রতিদিন 1.5 জিবি ডেটা পাওয়া যাবে। সাথে আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন 100 এসএমএস।

About Author
news-solid আরও পড়ুন