Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাবা-ছেলের দুষ্টু মিষ্টি খুনসুটিতে খুশি ইউভানের ফ্যানেরা, মন কাড়ল ইউভানের ছবি

ছেলে বাবাকে পেয়ে খুশি নাকি বাবা ছেলেকে পেয়ে খুশি তা বোঝা মুশকিল। তাইতো ডে ওয়ান থেকেই একরত্তি ইউভানকে হাতে তুলে নানান গল্পে আদরে স্নেহে ভরিয়ে রাখছেন পরিচালক রাজ চক্রবর্তী। কখনো…

Avatar

ছেলে বাবাকে পেয়ে খুশি নাকি বাবা ছেলেকে পেয়ে খুশি তা বোঝা মুশকিল। তাইতো ডে ওয়ান থেকেই একরত্তি ইউভানকে হাতে তুলে নানান গল্পে আদরে স্নেহে ভরিয়ে রাখছেন পরিচালক রাজ চক্রবর্তী। কখনো পরিচয় করিয়ে দিচ্ছেন পরিবারের সঙ্গে তো কখনো কলকাতার গল্প শোনাচ্ছেন। কখনো আবার মেঘলা দিনের কাহিনী বলছেন তো কখনো পুজোয় ঠাকুর দেখার প্ল্যান করছেন। রোজ কিছু না কিছু দুজন মিলে করছেনই। আর ছোট্ট ইউভান এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যেখানে তাঁর কোন ছবি সোশ্যাল মিডিয়ায় এলেই তা ভাইরাল হয়ে যায়।

বাবা-ছেলের দুষ্টু মিষ্টি খুনসুটিতে খুশি ইউভানের ফ্যানেরা, মন কাড়ল ইউভানের ছবি

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এবারেও তার ব্যতিক্রম হল না। পরিচালক রাজ চক্রবর্তী একরত্তি ইউভানকে নিয়েই বিভিন্ন ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। কখনো ছেলে বাবার মুখে আদুরে হাত ছুঁয়ে দিচ্ছে তো কখনো বাবা ছেলের গালে মিষ্টি চুমু একে দিচ্ছে।

বাবা-ছেলের দুষ্টু মিষ্টি খুনসুটিতে খুশি ইউভানের ফ্যানেরা, মন কাড়ল ইউভানের ছবি

কখনো কখনো আবার একে অপরের দিকে তাকিয়ে দুষ্টু বোঝাপড়া আলোচনা করে নিচ্ছে। নানান দুষ্টু মিষ্টি ভঙ্গিমায় রাজ-ইউভান উপস্থিত হয়েছে সোশ্যাল মিডিয়ার পেজে।

বাবা-ছেলের দুষ্টু মিষ্টি খুনসুটিতে খুশি ইউভানের ফ্যানেরা, মন কাড়ল ইউভানের ছবি

করোনা আবহয়ে এখনও অনেক মানুষ লকডাউনের জীবন কাটাচ্ছেন। আনলক ৪ চালু হলেও নিউ নরম্যাল লাইফ ফিরতে এখনও অনেকদিন বাকি। এরই মাঝে এইরকম মন ভালো করা ছবি দেখে আপ্লুত নেটনগরী, রাজ-শুভশ্রীর ফ্যানেরা।

 

View this post on Instagram

 

Every morning is father-son playtime. We chat, we play, we bond and have fun! ❤️❤️

A post shared by Raj Chakrabarty ?? (@rajchoco) on

About Author