Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

খোলা চুলে সেটে আগুন ধরালেন মধুমিতা, দেখুন ভাইরাল ছবি

আমার আপনার চুল ঝরে পড়ে যাচ্ছে। এদিকে মধুমিতাকে দেখুন, দিব্যি চুল উড়িয়ে ফটোশ্যুট করছেন। ছবি পোস্ট করে লিখছেন Love is in the air, ওহ! মার্জনা করবেন ওটা এয়ার নয় হেয়ার।…

Avatar

আমার আপনার চুল ঝরে পড়ে যাচ্ছে। এদিকে মধুমিতাকে দেখুন, দিব্যি চুল উড়িয়ে ফটোশ্যুট করছেন। ছবি পোস্ট করে লিখছেন Love is in the air, ওহ! মার্জনা করবেন ওটা এয়ার নয় হেয়ার। ভালোবেসে নিজের ঘন চুল হাওয়ায় উড়িয়ে দিয়ে যে কার কার রাতের ঘুম কাড়ছেন তা তিনিই ভালো জানেন বইকি। চলুন দেখে নিই তাঁর সেই লাভ ইস ইন দ্য হেয়ার এর ছবিখানি।

 

View this post on Instagram

 

Love is in the Hair ? . ? @siladitya_dutta ?@sumanmakeupartist ?@kiara__sennnn

A post shared by Madhumita Sarcar (@madhumita_sarcar) on

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

‘লাভ আজ কাল পরশু’র অভিনেত্রী বলি বা ইমন বা পাখি সব মিলিয়ে মধুমিতা প্রায় প্রতিদিনই তাঁর ইন্সটাগ্রাম পেজে কিছু না কিছু পোস্ট করছেন। কখনো ব্ল্যাক শাড়ির আঁচল উড়িয়ে নিজেকে লাস্যময়ী রূপে ধরা দিচ্ছেন, তো কখনো ওয়েস্টার্ন ড্রেস উড়িয়ে বোল্ড ছবি পেশ করছেন।

 

View this post on Instagram

 

A post shared by Madhumita Sarcar (@madhumita_sarcar) on

 

View this post on Instagram

 

A post shared by Madhumita Sarcar (@madhumita_sarcar) on

আপনি হয়তো ভাবতে পারেন প্রেম করছেন অভিনেত্রী। না একদম নয়। বিবাহ বিচ্ছেদের পর এখনও কারোর সঙ্গে পাকাপাকি সম্পর্কে এগোননি অভিনেত্রী। নিজের ছন্দেই লাইফ লিড করছেন অভিনেত্রী। হাতে রয়েছে একটি সিনেমার কাজ।

 

View this post on Instagram

 

A post shared by Madhumita Sarcar (@madhumita_sarcar) on

মধুমিতাকে খুব শীঘ্রই একটি বাংলা সিনেমায় দেখা যাবে। যেখানে তাঁর সঙ্গে জুটি বাঁধবেন অর্জুন ও থাকবেন রাইমা সেন।

About Author