Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

টিআরপি-র উনিশ-বিশের লড়াইয়ে প্রথম তালিকায় মোহর, দ্বিতীয় কৃষ্ণকলি

‘মোহর’ ধারাবাহিকের গল্পে শঙ্খদীপ (প্রতীক সেন) ও মোহর (সোনামণি সাহা) দুজনেই দুজনকে পছন্দ করে, কিন্তু প্রেমটা পুরদমে জমে ওঠে না। অন্যদিকে 'কৃষ্ণকলি' ধারাবাহিকে শ্যামা-নীল-মাম এর এক ত্রিকোণ প্রেমের কাহিনী দেখানো…

Avatar

‘মোহর’ ধারাবাহিকের গল্পে শঙ্খদীপ (প্রতীক সেন) ও মোহর (সোনামণি সাহা) দুজনেই দুজনকে পছন্দ করে, কিন্তু প্রেমটা পুরদমে জমে ওঠে না। অন্যদিকে ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে শ্যামা-নীল-মাম এর এক ত্রিকোণ প্রেমের কাহিনী দেখানো হচ্ছে। এই দুই ধারাবাহিক ভীষণ হিট। কয়েকদিন আগেই টিআরপি-র বিচারে কৃষ্ণকলি ছিল ১ নম্বরে। আজ সেটি গিয়ে দাঁড়িয়েছে ২ নম্বরে। পাশাপাশি স্টার জলসার মোহর জায়গা করে নিয়েছে ১ নম্বরে।

টিআরপি-র হাড্ডাহাড্ডি লড়াই চলবেই যতদিন আমি আপনি বিকেল হলেই চা বা মুড়ি বা চপ নিয়ে টেলিভিশনের সামনে বসে থাকবো। তাইতো এই সপ্তাহের টেলিভিশন রেটিং পয়েন্ট তথা টিআরপির তালিকায় ১১.২ পয়েন্টের সঙ্গে প্রথম স্থানে উঠে এল মোহর। অন্যদিকে ১০.৯ পয়েন্ট পেয়ে দু-নম্বরে নেমে গেল কৃষ্ণকলি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

‘করুণাময়ী রানি রাসমণী’ যথারীতি ৩ নম্বর আসন ধরে রেখেছে। একসময় এই সিরিয়ালও ১ নম্বরে জায়গা করে নিয়েছিল। অন্যদিকে, ষ্টার জলসা চ্যানেলের ‘সাঁঝের বাতি’ চতুর্থ স্থান দখল করেছে, পঞ্চমে রয়েছে কৌশিক রায় ও তৃনা সাহা অভিনীত ‘ খড়কুটো ‘। ‘শ্রীময়ী’ র জায়গা হয়েছে সপ্তমে, এদিকে শোলাঙ্কি রায়ের ‘প্রথমা কাদম্বিনী’ ১ থেকে ১০ এর মধ্যে না থাকলেও কিছুটা আলোর মুখ দেখেছে।

যাইহোক, আপনি আজ রেডি তো? গল্পের মোড় যাইহোক না কেন, দর্শকদের উত্তেজনা আর কৌতূহল এক গল্পের টিআরপি বদলে দেয়।

About Author