Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ধ্বংস করা হয়েছে হাজার হাজার মসজিদ, চাঞ্চল্যকর দাবি তুলে এনেছে ASPI

চিনঃ অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের (ASPI) রিপোর্টে জানানো হয়েছে চিনে নষ্ট করা হয়েছে একাধিক মসজিদ। সম্প্রতি একটি ছবি মিলেছে যেখানে দেখা গিয়েছে ১৬,০০০ মসজিদ ধ্বংস করা হয়েছে চিনে। তার মধ্যে…

Avatar

চিনঃ অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের (ASPI) রিপোর্টে জানানো হয়েছে চিনে নষ্ট করা হয়েছে একাধিক মসজিদ। সম্প্রতি একটি ছবি মিলেছে যেখানে দেখা গিয়েছে ১৬,০০০ মসজিদ ধ্বংস করা হয়েছে চিনে। তার মধ্যে উরুমকি ও কাশগড়ের মতো শহুরে এলাকার ধুলিসাৎ বহু মসজিদ।

গবেষণায় বলা হয়েছে, ১৫,৫০০ অক্ষত ও ভগ্নপ্রাপ্ত মসজিদ রয়েছে শিনজিয়াঙে। সেখাঙ্কার মানুষদের জোর করে ধর্ম চ্যুত করা হয়েছে। এখানেই শেষ নয় উইঘুর ও তুর্কিকভাষী ১০ লক্ষেরও বেশি মুসলিমকে রাখা হয়েছে ডিটেনশন ক্যাম্পে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

চিনারা জোর করে শিনজিয়াঙে মুসলিমদের মাজার, কবর ও তীর্থের পথ মুছে দেওয়ার চেস্টা করেছে। এর ফলে তাদের ওপর প্রভাব তো পড়েছেই পাশাপাশি সারা বিশ্বের কাছে চিনাদের ভাব মূর্তি আবারও নষ্ট হয়েছে। কিন্তু এই ঘটনা প্রকাশ্যে আসতেই চিন জানিয়েছে শিনজিয়াঙের বাসিন্দাদের পূর্ণ ধর্মীয় স্বাধীনতা রয়েছে। চিনারা এও জানিয়েছে তারা এরকম কোনোকিছুই করেনি, মসজিদ ভাঙা হয়েছে কিনতি খ্রিস্টানদের গির্জা ও বৌদ্ধমঠ ভাঙ্গা হয়নি।

About Author