Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অবশেষে কলকাতা থেকে সরাসরি লন্ডন পাড়ি দিলো এয়ার ইন্ডিয়ার বিমান

কলকাতা: এবার কলকাতা থেকে সরাসরি লন্ডনের বিমান উড়ে গেলো লন্ডনের হিথরো বিমানবন্দরে৷ বুধবার রাত এয়ার ইন্ডিয়ার বিমান ২টো নাগাদ লন্ডন থেকে ২৮ জন যাত্রী নিয়ে কলকাতায় ল্যান্ড করে। করোনায় যাত্রী…

Avatar

কলকাতা: এবার কলকাতা থেকে সরাসরি লন্ডনের বিমান উড়ে গেলো লন্ডনের হিথরো বিমানবন্দরে৷ বুধবার রাত এয়ার ইন্ডিয়ার বিমান ২টো নাগাদ লন্ডন থেকে ২৮ জন যাত্রী নিয়ে কলকাতায় ল্যান্ড করে। করোনায় যাত্রী কম থাকলেও আগের থেকে এবার যাত্রী বাড়বে বলে আশঙ্কা বিমান কর্তৃপক্ষের। আবার ৫৮ জন যাত্রী নিয়ে আজ সকালে ফের লন্ডনের উদ্দেশ্যে উড়ে গেছে এয়ার ইন্ডিয়ার ওই বিমান৷ এদিন বিজনেস ক্লাসের ১৬টি আসনের মধ্যে ১৫টি আসনই ভর্তি ছিল৷

এতোদিন ঘুর পথে গেলেও এদিন সরাসরি লন্ডন ল্যান্ড করে এই বিমান। করোনা আবহে বহু বছর পর এই বিমান পরিষেবা চালু হলেও সেই নিয়ে যথেষ্ট চিন্তায় রয়ে গেছেন বিমান সংস্থারা। এর আগে বোয়িং-৭৮৭-৮ ড্রিমলাইনারের মতো বড় বিমানে যাত্রী সংখ্যা ছিলো মাত্র ১৪ জন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নিয়ম অনুযায়ী বিমান ছাড়ার আগে ৯৬ ঘণ্টার মধ্যে কোভিড টেস্ট করানোর নিয়ম করা হয়েছিলো এবং তার কিন্তু সেই সার্টিফিকেট অনেক যাত্রীই ঠিক সময়ে না পাওয়ার কারণে আগে লন্ডন-কলকাতার বিমানে বসতে পারেননি অনেকেই৷ পরে সবমিলিয়ে ২৮ জন যাত্রী টিকিট কাটলেও সময় মতো কোভিড নেগেটিভ সার্টিফিকেট জোগাড় করতে না পারায় অবশেষে এই বিমানে যাত্রা করতে সুযোগ পেয়েছিলেন মাত্র ১৪ জন যাত্রী।

কিন্তু এদিন করোনার মধ্যেই বিমানে ৯২ হাজার থেকে ১,৬০,০০০ টাকার টিকিট যাত্রীরা কিনছেন বলে জানা গিয়েছে৷কিন্তু ইকনমি ক্লাসের যাত্রী সংখ্যা কলকাতা-লন্ডন রুটে এতদিন পর্যন্ত অত্যাধিক মাত্রায় কম৷ কিন্তু মনে করা হচ্ছে এবার আস্তে আস্তে বাড়বে যাত্রী সংখ্যা।

About Author