Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

স্কুল খুললে কী কী নিয়ম মানতে হবে? স্কুলগুলিকে নির্দেশিকা পাঠাচ্ছে রাজ্য

কলকাতা: নিউ নর্ম্যাল পরিস্থিতিতে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে রাজ্যবাসী। স্যানিটাইজার, মাস্ক এসবকে দৈনন্দিন জীবনের অঙ্গ করেই নিজেদের রোজনামচার জীবনে পুনরায় পা রেখেছে সকলে। তবে এখনও ঘর বন্দি হয়ে রয়েছে…

Avatar

কলকাতা: নিউ নর্ম্যাল পরিস্থিতিতে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে রাজ্যবাসী। স্যানিটাইজার, মাস্ক এসবকে দৈনন্দিন জীবনের অঙ্গ করেই নিজেদের রোজনামচার জীবনে পুনরায় পা রেখেছে সকলে। তবে এখনও ঘর বন্দি হয়ে রয়েছে স্কুল পড়ুয়ারা। যদিও ‘আনলক ফোর’ শুরু হওয়ার পর থেকেই কনটেইনমেন্ট জোনের বাইরে স্কুল-কলেজ খোলার নির্দেশ দিয়ে রেখেছে কেন্দ্রীয় সরকার। আর এবার সেইমতো সাময়িকভাবে স্কুল খোলার নির্দেশ দিল রাজ্য সরকারও। কিন্তু সবটাই করতে হবে পড়ুয়াদের স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে। শুধু পড়ুয়া বললে অবশ্য ভুল বলা হবে, পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের স্বাস্থ্যবিধির কথাও মাথায় রাখতে হবে। তাই কোভিড প্রোটোকল মেনে স্কুল খোলার আগে স্কুলগুলিকে নির্দেশিকা পাঠাচ্ছে রাজ্য।

এবার এক নজরে দেখে নিন কী কী নির্দেশিকা দেওয়া হয়েছে।….

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

● প্রত্যেক স্কুলকে একটি করে চেকলিস্ট দেওয়া হবে।

● অভিভাবকরা স্কুলে আসার আগে এবং পরে পড়ুয়াদের স্যানিটাইজ করবে।

● স্কুল খোলার আগে প্রত্যেকদিন গোটা স্কুলকে স্যানিটাইজ করতে হবে।

● প্রত্যেক বেঞ্চে দুজনের বেশি পড়ুয়াদের বসতে দেওয়া হবে না।

● স্কুলে ঢোকা এবং বেরোনোর সময় সামাজিক দূরত্ববিধি মেনে চলতে হবে।

● স্কুলে থাকাকালীন পড়ুয়া এবং শিক্ষকরা এমনকি অন্যান্য সাপোর্ট স্টাফেরাও মাস্ক খুলতে পারবেন না।

● কোনও অনুষ্ঠান বা কারণকে কেন্দ্র করে স্কুলের মধ্যে গ্রুপ তৈরি করা বা জটলা তৈরি করা যাবে না।

সুতরাং, সব মিলিয়ে স্কুল খোলার আগে এই সকল নির্দেশিকা নিয়ে স্কুল কর্তৃপক্ষকে ভাবতে হবে এবং এই সকল নির্দেশ মানলেই সাময়িকভাবে স্কুল খুলতে পারবে, এমনটাই রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে।

About Author