মালদা: অবশেষে মালদার মানিকচক বিস্ফোরণকাণ্ডের মাস্টারমাইন্ড গ্রেফতার হল। চলতি বছরের শুরুর দিকে মালদার মানিকচকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা আজও সকলের মনে রয়ে গিয়েছে। তারপর থেকেই মাস্টারমাইন্ডকে গ্রেফতার করার জন্য নড়েচড়ে বসে রাজ্য প্রশাসন। অবশেষে সফলতা এল। পুলিশের জালে ধরা পড়েছে এই বিস্ফোরণকাণ্ডের মাস্টারমাইন্ড। এমনিতেই মুর্শিদাবাদ থেকে ন’জন আল কায়দা জঙ্গী গ্রেফতারের ঘটনায় রাজ্য রীতিমত তোলপাড়। এমন সময় মালদা মানিকচকের বিস্ফোরণকাণ্ডের মাস্টারমাইন্ড গ্রেফতার হওয়ার ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
গত ৭ জানুয়ারি মালদা মানিকচকে এই ভয়াবহ বিস্ফোরণকান্ড ঘটে। পটকা তৈরির আড়ালে বিস্ফোরক তৈরির কাজ হত সেখানে। এমনই একদিন কাজ চলছিল। এমন সময় এই বিস্ফোরণ ঘটে যায়। এই ঘটনায় দু’জনের মৃত্যু হয় সেদিন। এরপর তদন্তে নামে মালদা পুলিশ। ঘটনার কিছুদিনের মধ্যেই একজনকে গ্রেফতার করা হয়। কিন্তু এতদিন অধরা ছিল বিস্ফোরণকাণ্ডের মাস্টারমাইন্ড। অবশেষে সে জালে ধরা পড়ল। সিদ্ধার্থ মন্ডল নামে এই ব্যক্তি বড়সড় জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপ্রসঙ্গত, মুর্শিদাবাদের আল কায়দা জঙ্গিদের ধরা হয়েছে, সেই ঘটনাতেও মালদা জেলার কোনও সম্পর্ক রয়েছে বলে মনে করছে তদন্তে নামা এনআইএ-র দল। শুধু মালদা অবশ্য নয়, রাজ্যের আরও কয়েকটি জেলা নজরে রয়েছে পুলিশের। তবে সমস্তটাই তদন্তসাপেক্ষ। সিদ্ধার্ত মন্ডলকে ইতিমধ্যেই জেরা করেছে পুলিশ। মানিকচক বিস্ফোরণকাণ্ডের ঘটনার সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগসাজশ ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।