Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘এটা করোনা ভাইরাস নয়, চিনা ভাইরাস’, ফের চিনকে কটাক্ষ ট্রাম্পের

আমেরিকা : প্রথম থেকেই চিনা ভাইরাস নিয়ে একাধিক বার তোপ দেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা সংক্রমণ নিয়ে এদিন আবারও ডোনাল্ড ট্রাম্প জানালেন, “এটা করোনা ভাইরাস নয়, চিনা ভাইরাস। করোনা…

Avatar

আমেরিকা : প্রথম থেকেই চিনা ভাইরাস নিয়ে একাধিক বার তোপ দেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা সংক্রমণ নিয়ে এদিন আবারও ডোনাল্ড ট্রাম্প জানালেন, “এটা করোনা ভাইরাস নয়, চিনা ভাইরাস। করোনা ভাইরাস শুনলে তো ইতালির কোনও সুন্দর জায়গার নাম মনে হয়!”

শুরু থেকে চিনের ষড়যন্ত্র বলে বেজিংকে আক্রমণ করছিলেন ট্রাম্প। পেনসিলভেনিয়ায় নির্বাচনী সভাতেও চিনকে আক্রমণ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন,”গতবছর পর্যন্ত দারুণ কাটছিল। আর্থিক উন্নয়নে এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু, প্রচণ্ড বিশ্রীভাবে বিরক্ত করল চিন। ওরা মহামারি ছড়াল। এটা করা উচিত হয়নি। আমি বলি, এটা চিনা ভাইরাস। করোনা তো শুনে মনে হয়, ইতালির কোনও নৈসর্গিক জায়গা। এটা করোনা? আজ্ঞে না, চিনা ভাইরাস। আপনারা উগ্র বামপন্থীদের চেনেন তো! সব গোপন করে রাখে ওরা।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

শুরু থেকেই বিতর্কিত মন্তব্যের জন্য ডোনাল্ড ট্রাম্প একাধিকবার সমালোচনার শিকার হয়েছেন। এমনকি করোনা আতঙ্ক ছড়ানোর পর থেকেই একাধিক বার চিনকে নানা ভাবে কটাক্ষ করেছেন। কিছুদিন আগেই অবশ্য প্রতিপক্ষ কমলা হ্যরিসকে উদ্দেশ্য করে তিনি বলেন, “মানুষ ওঁকে পছন্দ করেন না। কেউ ওঁকে পছন্দ করেন না। উনি কোনওদিনই আমেরিকার প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে পারেন না।

এমনটা হল আমাদের দেশের সম্মান নষ্ট হবে”। উল্লেখ্য নভেম্বর মাসেই নির্বাচন, জোরকদমে চলছে ডেমোকক্র্যাট আর  রিপাবলিকানদের প্রস্তুতি। জো বিডেনের বিরুদ্ধে রিপাবলিকান পার্টির তরফে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নাম ঘোষণা হয়েছে৷ কিন্তু একের পর এক ঘটনার জন্য বার বার শিরোনামে আসছেন ডোনাল্ড ট্রাম্প। এক দিন আগেই নিজের দেশেরই সামরিক নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন ক্ষোভ উগড়ে বলেন, প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা সংস্থাগুলির স্বার্থরক্ষা করতেই সবসময় যুদ্ধের হিরিক তোলে আমেরিকার সেনাবাহিনী৷

About Author