দিলবার গানের নাচ থেকেই নোরা ফাতেহি মূলত জনপ্রিয়তার হাতছানি পেয়েছেন। ‘রোয়ার: দ্য টাইগার্স অব দ্য সুন্দরবনস’-এ অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটে। এরপর তিনি পুরী জগন্নাথের তেলুগু চলচ্চিত্র টেম্পার এ একটি আইটেম গানে পারফর্ম করেন। এছাড়াও নোরা বাহুবলী: দ্য বিগিনিং ও কিক ২ চলচ্চিত্রে আইটেম গানে পারফর্ম করেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowফ্যাশানিস্তা নোরা ইন্সটাগ্রামে ভীষণ একটিভ। আপনি যদি তাঁর ইন্সটাগ্রামে ভিজিট করেন তবে দেখতে পারবেন অভিনেত্রী মডেল একটি নীল রঙের সিল্কের শাড়িতে সেজেছেন। যার বাজার দর হল ৯০ হাজার টাকা। নীল রঙের এই সিল্ক শাড়ির সঙ্গে একটি বেল্ট পরেছেন যা তাঁকে আরও বোল্ড করে তুলেছে। স্লিভলেস ব্লাউজ ও হালকা মেকআপে নোরাকে সত্যি অপূর্ব লেগেছে।
ডিজাইনার JJ Valaya – র এই শাড়িটির দাম ৯০ হাজার টাকা