নয়াদিল্লি: দেশজুড়ে করোনা পরিস্থিতি বেশ উদ্বেগজনক। এমন সময় প্রথম থেকেই সকলকে মাস্ক পরার পরামর্শ দিয়ে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু দেশবাসী তো দূরের কথা প্রধানমন্ত্রীর এ হেনে বক্তব্যকে কার্যত অসমর্থন করে মাস্ক পরি না বলেছেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। মাস্ক না পরার কথা বলতেই সম্বিত ফিরে পেয়ে তিনি ভাবলেন তাঁর এই বক্তব্যে স্বয়ং প্রধানমন্ত্রীকে অসম্মান করা হচ্ছে। তাই সঙ্গে সঙ্গে বক্তব্যকে সংশোধন করে নিয়ে তিনি বলেন, নিজে তো মাস্ক পরবই, সকলকে পরার পরামর্শও দিচ্ছি।
তবে মুখের কথা আর বন্দুকের গুলি এক জিনিস। একবার বেরিয়ে গেলে তা আর ফিরিয়ে নেওয়া যায় না। তাই মন্ত্রীর কথাও ফিরিয়ে নেওয়া গেল না। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দলের সকলের মুখে মাস্ক পরা ছিল। একমাত্র তিনিই মাস্ক পরে ছিলেন না। সাংবাদিক বৈঠকের শুরুতেই তাই মাস্ক কেন তিনি পরেননি, এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। আর এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘ওসব মাস্ক ফাস্ক আমি পরি না।’ তার এই কথায় কার্যত হতভম্ব হয়ে যান উপস্থিত থাকা সাংবাদিকরা। এমনকি পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়ায় কার্যত ঝড় ওঠে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের নিরিখে দেশবাসী কী সমালোচনা করছে, তার থেকেও বড় কথা যেখানে তাঁর দলের মাথা তথা দেশের প্রধানমন্ত্রী মাস্ক পরার জন্য দেশবাসীকে সব সময় পরামর্শ দিয়ে এসেছেন, সেখানে একই দলের নেতা তথা মন্ত্রী হয়ে এমন বিরূপ মন্তব্য তিনি করলেন কীভাবে? নিজের ভুল বুঝতে পেরে তাই সঙ্গে সঙ্গে নরোত্তম মিশ্র বলেন, ‘আমার কথার জন্য আমি দুঃখিত। মাস্ক নিজে তো পরবই। সকলকে পরার জন্য অনুরোধও করছি।’ তবে ভুল শুধরে নিলেও তাঁকে নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক মহলে সমালোচনা চরমে উঠেছে, তা বলাই যায়।