Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নতুন ছন্দে ফিরতে চলেছে ‘সা রে গা মা পা’, সঞ্চালকের ভূমিকায় আবির

২৬ সেপ্টেম্বর থেকে প্রতি শনি ও রবি রাত ৯ঃ৩০ মিনিট থেকে শুরু হচ্ছে ভারতীয় সঙ্গীত জগতের সেই ঐতিহাসিক অনুষ্ঠান #ZeeBanglaSRGMP2020। থাকছে একের পর এক চমক। সব থেকে বড় চমক হল…

Avatar

২৬ সেপ্টেম্বর থেকে প্রতি শনি ও রবি রাত ৯ঃ৩০ মিনিট থেকে শুরু হচ্ছে ভারতীয় সঙ্গীত জগতের সেই ঐতিহাসিক অনুষ্ঠান #ZeeBanglaSRGMP2020। থাকছে একের পর এক চমক। সব থেকে বড় চমক হল এবারে সঞ্চালকের আসনে থাকছেন আবির চট্টোপাধ্যায়। বিচারক হিসাবে আগের মত থাকছেন শ্রীকান্ত আচার্য। তবে মোনালী ঠাকুর এভং শান্তনু মৈত্রকে দেখা যাবে না সেই আসনে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দর্শকরা এতদিন সঞ্চালকের ভুমিকায় যীশু সেনগুপ্তকে দেখেছেন, এবারে নতুন রূপে আবিরকে দেখতে পাবেন। এই নিয়েও দর্শকমহলে উৎসাহের শেষ নেই।

 

View this post on Instagram

 

A post shared by Abir Chatterjee (@itsmeabirchatterjee) on

এছাড়াও বদল ঘটেছে অনুষ্ঠানের বিভিন্ন অংশ্। এমনকি অনুষ্ঠানের মূল নিয়মও পাল্টে গিয়েছে। গুরু এবং শিষ্যের ভিন্ন রূপ ধরা পড়বে টিভির পর্দায়।

নতুন ছন্দে ফিরতে চলেছে 'সা রে গা মা পা', সঞ্চালকের ভূমিকায় আবির

করোনা আবহয়ের জন্য এবারে অডিশনও হয়েছে ডিজিটাল মাধ্যমের হাত ধরে। অর্থাৎ অনলাইনে অডিশন দিয়েছে লক্ষাধিক ছেলে মেয়ে।

নতুন ছন্দে ফিরতে চলেছে 'সা রে গা মা পা', সঞ্চালকের ভূমিকায় আবির

About Author