Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ত্রিকোণ প্রেমের গল্পে জমে উঠেছে ‘কি করে বলব তোমায়’ ধারাবাহিক, তৃষার সঙ্গে বাড়ছে কর্ণের ঘনিষ্ঠতা

বাংলা হোক বা হিন্দি, ত্রিকোণ প্রেম না থাকলে সেটা জমবেই না। সাদামাটা একঘেয়েমি সিরিয়াল দেখতে কে পছন্দ করে বলুন? সন্ধ্যে বেলা বা বিকেল বেলার সিরিয়াল মানেই সেইখানে থাকতে হবে টানটান…

Avatar

বাংলা হোক বা হিন্দি, ত্রিকোণ প্রেম না থাকলে সেটা জমবেই না। সাদামাটা একঘেয়েমি সিরিয়াল দেখতে কে পছন্দ করে বলুন? সন্ধ্যে বেলা বা বিকেল বেলার সিরিয়াল মানেই সেইখানে থাকতে হবে টানটান উত্তেজনা, ফন্দির উপর ফন্দি, ঠাণ্ডা লড়াই বা ত্রিকোণ প্রেমের ফাঁদ। আপনি বলুন কোন সিরিয়ালে এই গল্প নেই? সেরকমই হল জি বাংলার ‘কি করে বলব তোমায়’ ধারাবাহিক। বস এবং অ্যাসিসটেন্টের রসায়ন নিয়েই এই গল্পের পটভূমি।

 

View this post on Instagram

 

#BablirJibonerSotto #KiKoreBolboTomay #ZeeBangla

A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial) on

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বর্তমান টিআরপি-র দৌড়ে ‘কি করে বলব তোমায়’ ধারাবাহিক রয়েছে ১০ নম্বরে আর ১ নম্বরে রয়েছে ‘কৃষ্ণকলি’। তবে এবারে জমে উঠেছে কর্ণ ও রাধিকার মান অভিমান পর্ব। কারণ এই দুইয়ের মাঝখানে ঢুকে পড়েছে তৃষা। এখানে তৃষা কর্ণের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে যাতে রাধিকা কর্ণকে ভুল বোঝে। পাশাপাশি, বাবালি ও জয়ের বিয়ে নিয়েও কর্ণের মনে তৈরি হচ্ছে সন্দেহ।

এই টানটান উত্তেজনার কারণে বেশীরভাগ দর্শক রাধিকাকেই দোষারোপ করে চলেছে। তাদের মতে, রাধিকা প্রতিনিয়ত কর্ণকে ভুল বোঝে, উল্টোদিকে রাধিকা- কর্ণের রোম্যান্সও অনেকে মিস করছেন। যাইহোক, আপাতত দেখার বিষয় হল কর্ণ কীভাবে রাধিকা এবং নির্মলার মধ্যে দূরত্ব মেটায়।

 

View this post on Instagram

 

A post shared by Krushal Ahuja (Krush) (@krushalahuja9) on

About Author