Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মিলল না ছুটি, এই তারিখ পর্যন্ত রিয়াকে থাকতে হবে জেলে

মাদক কান্ডে মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীর জীবনে আজ শুভ দিন হতে পারত। কিন্তু তা হল না। জামিন তো পায়নি রিয়া উপরন্তু অক্টোবর মাসের ৬ তারিখ পর্যন্ত রিয়া চক্রবর্তীকে জেলেই সময়…

Avatar

মাদক কান্ডে মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীর জীবনে আজ শুভ দিন হতে পারত। কিন্তু তা হল না। জামিন তো পায়নি রিয়া উপরন্তু অক্টোবর মাসের ৬ তারিখ পর্যন্ত রিয়া চক্রবর্তীকে জেলেই সময় কাটাতে হবে। এর পাশাপাশি, রিয়া চক্রবর্তী পরিবারের আইনজীবী বোম্বে হাইকোর্টে রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই শৌভিক চক্রবর্তী জামিনের জন্য আবেদন করেন ৷ সেই আবেদনের শুনানি ২৩ সেপ্টেম্বর। সুতরাং, আপাতত নিস্তার নেই রিয়া ও তাঁর দলবলের।

একদিকে যেমন রিয়া চক্রবর্তীর নিস্তার নেই, অন্যদিকে নিস্তার নেই দীপিকা পাডুকনের। ইতিমধ্যেই দীপিকা ও তাঁর ম্যানেজারের চ্যাট ফাঁস হয়ে গেছে। যেখানে দীপিকা হ্যাশ আনার কথা বলেছিলেন তাঁর ম্যানেজারকে। দীপিকার নাম প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়া সহ বলিউডে শোরগোল পরে যায়। গায়ক সোনু নিগম ইতিমধ্যেই ট্যুইট করে বলেছেন, রিয়া আপনাকে ডাকছে।। Rhea calling you.

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

উল্লেখ্য, রিয়া চক্রবর্তী এনসিবি-র জেরার সামনে নিজের দোষ স্বীকার করে নেন, এরপরেই রিয়া ২৫ জন হাই প্রোফাইল সেলিব্রিটির নাম পেশ করেন। যেখানে সারা আলি খান, রকুল প্রীত সিং, শ্রদ্ধা কাপুরের নাম বিশেষ ভাবে উল্লেখ্য।

এনসিবি বেশ তৎপরতার সঙ্গে বলিউডে মাদক-যোগ বিষয়টি নিয়ে তদন্ত করছে। এরইমধ্যে, বলিউডের একজন কোরিওগ্রাফারকে গ্রেফতার করে ম্যাঙ্গালর পুলিশ। এর পাশাপাশি দীপিকা পাডুকনকে খুব শীঘ্র সমন পাঠানো হতে পারে বলে সূত্রের খবর।

About Author