Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রতিদিন ২ টাকা জমিয়ে পেয়ে যান মাসে ৩০০০ টাকা, জানুন কিভাবে পাবেন

নয়াদিল্লি: কম আয় করা মানুষদের জন্য সুখবর আনতে চলেছে মোদি সরকার। কারণ মোদি সরকারের PM Shram Yogi Mandhan Yojana  ৬০ বছরের পর প্রতি মাসে ৩০০০ টাকা বা বছরে ৩৬০০০ টাকা…

Avatar

নয়াদিল্লি: কম আয় করা মানুষদের জন্য সুখবর আনতে চলেছে মোদি সরকার। কারণ মোদি সরকারের PM Shram Yogi Mandhan Yojana  ৬০ বছরের পর প্রতি মাসে ৩০০০ টাকা বা বছরে ৩৬০০০ টাকা পেনশন মিলবে৷ এই স্কিমের অন্তর্গত হতে গেলে ১৮ থেকে ৪০ বছর বয়স্ক হতে হবে৷ শোনা যাচ্ছে এই সুবিধা পাওয়ার জন্য এই স্কিমের সঙ্গে এখনও পর্যন্ত ৪৫ লক্ষ মানুষ যুক্ত রয়েছেন৷

মোদি সরকার সমাজের একদম নিম্নবিত্ত বা মধ্যবিত্তদের কথা মাথায় রেখেই এই যোজনা শুরু করেছিল৷ এই যোজনার সুবিধা কেবল তাঁরা পাবেন যাঁদের আয় ১৫ হাজার টাকার কম৷ ফলে যারা ইলেক্ট্রিশিয়ান, পরিচারিকা, ড্রাইভার, সাফাই কর্মীদের মতো কাজ করেন তারা সহজেই এই সুবিধা পাবেন। এই যোজনার জন্য অ্যাপ্লাই করাও সহজ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই স্কিমে ১৮ বছর বয়স থেকে ৬০ বছর বয়স হওয়া পর্যন্ত প্রতি মাসে ৫৫ টাকা করে জমা দিতে হবে৷ তবে হিসেব মতোন ২ টাকা হলে অধিক বয়স বাড়লে দিতে হবে আরো বেশি টাকা৷ অ্যাকাউন্ট হোল্ডারের যত টাকা যোগদান হবে সরকারেরও ঠিক তত টাকাই যোগদান হবে৷ সব মিলিয়ে আই যোজনার আয়োতায় এলে সবাই অনেক সুবিধা ভোগ করতে পারবে।

রেজিস্টার করার জন্য আধার কার্ড, জনধন অ্যাকাউন্ট থাকা আবশ্যক৷ মোবাইল নম্বর লাগবে, CSC সেন্টারে যেতে হবে৷ ব্যাঙ্কের পাসবুক, চেকবুক বা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখে প্রথম টাকা ক্যাশে দিতে হবে৷ শ্রমযোগী কার্ড পাওয়া যাবে৷ এমনকি আরো বিষদে জানতে 1800 267 6888 টোল ফ্রি নম্বরে ফোন করে জানা যাবে৷

 

About Author