ওপেন টি বায়োস্কোপ হোক বা রাজকাহিনী বা সিনেমাওয়ালা, ব্যোমকেশ পর্ব, বিবাহ ডায়েরিজ বা দুর্গা সহায় প্রভৃতি চলচ্চিত্রে দাপিয়ে অভিনয় করেছেন সোহিনী সরকার। এমনকি বাংলা ধারাবাহিক অদ্বিতীয়তেও চুটিয়ে অভিনয় করেছেন অভিনেত্রী। ছিমছাম সরল মুখে অনেকের মন জয় করেছেন। মন জয় করেছে রণজয়েরও। হ্যাঁ, এই লকডাউনে একান্তেই সময় কাটাচ্ছেন সোহিনী-রণজয়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowলকডাউনের আগেও ভ্যালেন্টাইন্স ডে একসঙ্গে সেলিব্রেট করেন সোহিনী-রণজয়। সেদিনের একাধিক ফটো শেয়ার করেন অভিনেত্রী।
না আজকের প্রসঙ্গ সোহিনীর ব্যক্তিগত জীবন নিয়ে একদমই নয়। বরং এই পুজোয় সোহিনী কোন জাদু ছড়াচ্ছেন তা দেখার বিষয়। সম্প্রতি একটি ম্যাজিনের হয়ে ফটোশ্যুট করান অভিনেত্রী।যেখানে লাল রঙের লো নেক পোশাকে চুঁইয়ে পড়ছে অভিনেত্রীর গ্ল্যামার। কখনো হাসছেন তো কখনো চোখের ইশারা করছেন তো কখনো হালকা চুম্বন দিচ্ছেন। রইল সেই ফটোশ্যুটের ভিডিও।
View this post on Instagram