করোনা সংক্রমণের মাঝেই আরো একটি চিন্তার খবর দিলো নাসা। গ্রিন হাউস গ্যাস অতিরিক্ত পরিমাণে বেড়ে যাওয়ার ফলে দুই মেরুরই বরফ ক্রমাগত গলে চলেছে এবং সমুদ্রের জলস্তরও বাড়ছে এই খবর কারও অজানা নয়। কিন্তু এই গ্রিন হাউস গ্যাস যে একে একে আমাদের প্রচণ্ড খারাপের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা আমরা প্রত্যেকেই বুঝতে পারছি।
২০০০-২১০০ সাল পর্যন্ত গ্রিনল্যান্ডের বরফ গলে সমুদ্রের জলের স্তর ৮ থেকে ২৭ সেন্টিমিটার পর্যন্ত বেড়ে যাবে এবং অ্যান্টার্কটিকার বরফ গলে জল বাড়বে ৩ থেকে ২৮ সেন্টিমিটার, এই তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের স্পেস এজেন্সির ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জেস। এর ফলে সারা বিশ্বের মানুষ একদিন ভয়ানক পরিস্থিতির শিকার হতে পারে বলে জানানো হয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসম্প্রতি নাসা জানিয়েছে গ্রিন হাউস গ্যাস এ ভাবে বাড়তে থাকে তবে ২১০০ সালের মধ্যে গ্রিনল্যান্ড এবং অ্যান্টার্কটিকার বরফ গলে সমুদ্রের জলস্তর ৩৮ সেন্টিমিটার পর্যন্ত বেড়ে যেতে পারে। এমনকি বিশ্বের সমুদ্রের জলস্তর এক তৃতীয়াংশ বেড়ে যেতে পারে। সমুদ্রের জলের উষ্ণতাও বাড়ছে যার ফলে হিমবাহগুলিও তাড়াতাড়ি গলে যাচ্ছে। এছাড়াও এই রকম জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বাড়ছে তাতে পুরো পৃথিবীর আবহাওয়া বদলে যাচ্ছে।