Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আগামিকাল আংশিক ভাবে খুলছে স্কুল, জানুন কোন কোন রাজ্যে

নয়াদিল্লি: আগামিকাল অর্থাৎ ২১ সেপ্টেম্বর থেকে আংশিক ভাবে খুলছে দেশের বহু স্কুল। চলতি বছরের তৃতীয় মাস থেকে করোনার সংক্রমণে একে একে বন্ধ করা হয় স্কুল, কলেজ, শপিং মল এবং সিনেমা…

Avatar

নয়াদিল্লি: আগামিকাল অর্থাৎ ২১ সেপ্টেম্বর থেকে আংশিক ভাবে খুলছে দেশের বহু স্কুল। চলতি বছরের তৃতীয় মাস থেকে করোনার সংক্রমণে একে একে বন্ধ করা হয় স্কুল, কলেজ, শপিং মল এবং সিনেমা হল। প্রায় তিন মাস লকডাউন চলার পর এবার একে একে খুলছে দোকান বাজার, মল এবং রেস্তোরা। এবার আনলক-৪ এর নিয়ম মেনে খুলতে চলেছে স্কুল। এখনই স্কুল খুলতে চাইছে না পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, গুজরাট, কেরল, উত্তরাখণ্ড।  তবে অন্ধ্রপ্রদেশ, হিমাচলপ্রদেশ, জম্মু কাশ্মীর এবং নাগাল্যান্ড মেঘালয়তে স্কুল খুলবে কাল থেকে।

বলা হয়েছিলো কন্টেইনমেন্ট জোনের আওতাও পড়ে না এমন স্কুলগুলিতে শিক্ষকের পরামর্শ নিতে ছাত্ররা যেতে পারবে। এখন আপাতত নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীরাই আসতে পারবে, সেক্ষেত্রে লাগবে অভিভাবকদের অনুমতি পত্র। আর বাকি ৫০ শতাংশ শিক্ষক ও শিক্ষাকর্মীকে অনলাইনে পড়ানোর জন্য ও টেলি কাউন্সেলিংয়ের জন্য স্কুলে হাজিরা হবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এক্ষেত্রে তাপমাত্রা পরীক্ষার পরেই ছাত্র শিক্ষকরা স্কুলে প্রবেশ করতে পারবেন। থাকতে হবে থার্মাল স্ক্যানার। মাস্ক পড়তে হবে এবং বাধ্যতামূলক ভাবে ছাত্র শিক্ষক সকলকেই স্কুলে বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে। প্রয়োজনে ল্যাবরেটারি ব্যবহারে ছাড় দেবে স্কুল। ক্লাসরুমে কতক্ষণ থাকতে পারবে ছাত্রছাত্রীরা সে ব্যাপারে ছাত্রছাত্রীর সুরক্ষার কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেবে স্কুল কর্তৃপক্ষ।

About Author