‘আলো ছায়া‘ হোক বা ‘করুণাময়ী রানী রাসমণি‘, টিআরপি-র দৌড়ে এগিয়ে আছে কিন্তু ‘কৃষ্ণকলি‘ ধারাবাহিক। রোজ সন্ধ্যা ৭ টায় এই ধারাবাহিক সম্প্রচারিত হয় জি বাংলার পর্দায়। নীল ভট্টাচার্য ও বিভান ঘোষের করোনা সংক্রমণ, প্রস্থেটিক মেক আপ করে অশোকের নিখিল অবতার নেওয়া, এছাড়া স্ক্রাবার দিয়ে ইলেকট্রিক শক দেওয়া, সব মিলিয়ে কৃষ্ণকলি ধারাবাহিক বেশ চরম লেভেলে ট্রোলড হয়েছিলো। এরপরেও সব কিছুকে ছাপিয়ে কৃষ্ণকলি ধারাবাহিক সমস্ত দর্শকদের সময় ছিনিয়ে ১ নম্বরে রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে মোহর এবং রানী রাসমণি।
View this post on Instagram
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকিছুদিন আগে পর্যন্ত করুণাময়ী রানী রাসমণি ১ নম্বর পজিশনে ছিল, এবারের হাড্ডাহাড্ডি লড়াইয়ে শ্যামা-নিখিল সকলকে পিছনে ফেলে ১ নম্বরে পৌঁছেই গেল। চলুন দেখে নিই কোন সিরিয়াল কাকে টেক্কা দিল।
৪ টি ধারাবাহিক জি বাংলার ঝুলিতে গেলেও, বাকি ৬ টি কিন্তু স্টার জলসা ছিনিয়ে নিয়েছে। জি এর সঙ্গে স্টারের হাড্ডাহাড্ডি লড়াইয়ে স্টার কিন্তু অনেকটাই এগিয়ে। স্টার জলসার মোহর করুণাময়ী রানী রাসমণি-কেও হারিয়ে দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে। অন্যদিকে শ্রীময়ী গিয়ে ঠেকেছে ৭ নম্বরে। এর মাঝে ৬ নম্বরে এগিয়ে আছে জি বাংলার যমুনা ঢাকি। একেবারে নিরাশ করেছে কাদম্বিনী আর ফিরকি।
সন্ধ্যেবেলার চায়ের কাপে চুমুক দিয়ে ঝড় তোলার জন্য এবারে আপনি রেডি তো?