করোনা পরিস্থিতি একদিকে টলিউডকে অস্থির করে তুললেও খুশির খবর কিন্তু কমতি নেই টলিপাড়ায়। রাজ চক্রবর্তীর সদ্যজাত পুত্রকে নিয়ে মাতামাতির মধ্যেই এল নতুন খবর– বিয়ে করতে চলেছেন গায়িকা ইমন চক্রবর্তী।
সুরকার নীলাঞ্জন ঘোষের সঙ্গে এই অক্টোবরেই রেজিস্ট্রি সেরে ফেলতে চলেছেন ইমন বলে গুঞ্জন চলছে টলিপাড়ায়। উল্লেখ্য, নীলাঞ্জনের সঙ্গে পূর্বে পরিচিতি থাকলেও দুজনের প্রেমের সম্পর্ক প্রায় এক বছর ধরেই।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now
অক্টোবরে রেজিস্ট্রি সারলেও শোনা যাচ্ছে করোনা পরিস্থিতির জন্য আনুষ্ঠানিক বিয়ে করতে সামনের বছরের জানুয়ারী কি ফেব্রুয়ারী হয়ে যেতে পারে। যদিও এই খবর মানতে নারাজ খোদ ইমন নিজে। গায়িকা পরিষ্কার জানাচ্ছেন এ সমস্ত রটনা।
ইমন এই জল্পনা অস্বীকার করলেও তাঁর ঘনিষ্ঠ মহল কিন্তু খবরের সত্যতা নিয়ে নিশ্চিত। প্রসঙ্গত, ইতিমধ্যেই নীলাঞ্জনের সঙ্গে বেশ কিছু অ্যালবামে কাজ করে ফেলেছেন ইমন।