Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শুক্রকে ‘রাশিয়ান গ্রহ’ বলে দাবি করল রাশিয়া

রাশিয়াঃ সম্প্রতি নাসা ঘোষণা করেছে, মহাকাশে ভিনগ্রহে প্রাণের সন্ধানে এ বার তারা শুক্রগ্রহকে অগ্রাধিকার দেবে৷ তার মাঝেই শুক্র গ্রহকে নিজের সম্পত্তি বলে দাবি করে বসলো রাশিয়া৷ রাশিয়ান মহাকাশ গবেষণা কেন্দ্রের…

Avatar

রাশিয়াঃ সম্প্রতি নাসা ঘোষণা করেছে, মহাকাশে ভিনগ্রহে প্রাণের সন্ধানে এ বার তারা শুক্রগ্রহকে অগ্রাধিকার দেবে৷ তার মাঝেই শুক্র গ্রহকে নিজের সম্পত্তি বলে দাবি করে বসলো রাশিয়া৷

রাশিয়ান মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রধান দিমিত্রি রোগোজিন মস্কোয় একটি অনুষ্ঠানে দাবি করলেন, শুক্রগ্রহ রাশিয়ান গ্রহ৷ মস্কো টাইমস-কে দিমিত্রি বলেন, “আমাদের দেশ প্রথম এবং একমাত্র দেশ, যারা শুক্র গ্রহের মাটি ছুঁয়েছে। ৬০, ৭০ ও ৮০-র দশকে রাশিয়া একাধিকবার শুক্র গ্রহের মাটিতে নেমেছে, গ্রহটি অনেকটা নরকের মতো৷ রাশিয়া স্বাধীন ভাবে ফের শুক্রগ্রহে অভিযান চালাবে৷ আর কোনও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যৌথ ভাবে নয়”৷

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কিছুদিন আগেই তথ্য মিলেছিলো যে শুক্রের বায়ুমণ্ডলে ফসফিন নামে একটি গ্যাস শনাক্ত করা গিয়েছে৷ যার অর্থ শুক্রর মধ্যে প্রাণের সঞ্চার। কিন্তু সেই নিয়ে এখনো অনেক ধোঁয়াশা রয়েই গেছে। তার মাঝে রাশিয়ার এই নতুন দাবি আবার নতুন করে সমস্যা তৈরি করতে পারে বলে মত বিজ্ঞানীদের।

 

About Author