শোনা গিয়েছে গোপন সূত্রে আল কায়েদা মডিউলের খবর ছিলো এনআইএ-র কাছে, এরপরেই তারা দিল্লি থেকে কলকাতায় আসেন। মোট ১২ জন আধিকারিক মিলে এই অভিযান সফল করেন৷ এই ঘটনার পরেও আজ ফের এনআইএ মালদহ ও মুর্শিদাবাদের একাধিক জায়গা তল্লাশি চালাবে৷ ইতিমধ্যেই ওই জঙ্গিদের কাছ থেকে মিলেছে ডিজিটাল ডিভাইস, একাধিক নথি, বন্দুক, জেহাদি বইপত্র, ধারাল অস্ত্র, দেশি বোমা, বিস্ফোরণ তৈরির বই।Leu Yean Ahmed and Abu Sufiyan from West Bengal and Mosaraf Hossen & Murshid Hasan from Kerala are among the nine Al-Qaeda terrorists arrested by National Investigation Agency (NIA) pic.twitter.com/jMnRjTIjED
— ANI (@ANI) September 19, 2020
বড় অভিযান NIA-র, মুর্শিদাবাদ এবং কেরল থেকে গ্রেফতার ৯ আল কায়েদা জঙ্গি
কলকাতা: আরো একবার ভারতে বড়সড় জঙ্গি নাশকতার ছক কষেছিল আল কায়দা। কিন্তু প্রতিবারের মতন এবারেও সেই ছকে জল ঢাললো ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)৷ পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ থেকে ৬ ও কেরলের এর্নাকুলাম…

আরও পড়ুন