‘পুনম’ নামটা শুনলেই যেন শরীরটা কেমন করে ওঠে। নগ্নতাকে উপভোগ করা একটি মেয়ে সবসময় নিজের ছন্দে জীবন কাটান। যখন তখন যা কিছু ঘটিয়ে দেওয়ার মেয়ে হল পুনম পাণ্ডে। সম্প্রতি বিয়ে করেছেন পুনম। লকডাউনের মধ্যেই পুনম ও স্যাম তাঁদের বিয়ে একান্ত ঘনিষ্ঠদের উপস্থিতিতেই সেরেছেন। নিজের বিয়ের ছবি শেয়ারও করেছেন অভিনেত্রী।
View this post on Instagram
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসম্প্রতি তাঁকে দেখা গেল মুম্বই বিমানবন্দরে। সিঁথিতে সিঁদুর, হাতে চূড়া, গলায় মঙ্গলসূত্র, বিয়ের পর প্রথমবার নববধূর বেশে স্বামীর হাত ধরে মুম্বাই ছাড়লেন মডেল, অভিনেত্রী পুনম পান্ডে। মধুচন্দ্রিমার জন্য সূদূর লস অ্যাঞ্জেলসে উড়ে গিয়েছেন এই নব দম্পতি। হিসেব মত ‘সেক্সি’ ভিডিয়ো পোস্ট করে বহু পরুষের রাতের ঘুম কেড়ে নেন পুনম। এবার দেখার পালা তাঁর স্বামীর ঘুম কি করে কাড়েন পুনম। অবশ্য লস অ্যাঞ্জেলসে উড়ে গিয়েও স্বামীর সঙ্গে হট ভিডিও পোস্ট করে দিয়েছেন পুনম। বুকে সাদা সফট টাওয়াল জড়িয়ে স্বামীর সঙ্গে কয়েক সেকেন্ডের একটি অন্তরঙ্গ মুহূর্ত ক্যামেরা বন্দী করেন পুনম। যদিও সেই ভিডিওটি দেখে মনে হচ্ছে, স্বামীর সঙ্গে থেকেও পুনম তাঁর ফ্যানেদের খুব মিস করছেন। Having the best honeymoon ক্যাপশন দিয়ে প্রথম ভিডিও পোস্ট করেন অভিনেত্রী।
বুধবার মুম্বই বিমানবন্দরে সাদা ট্রাউজার ও ক্রপ টপে দেখা গেল পুনমকে। আর তাঁর স্বামী স্যাম বোম্বের পরনে ছিল ডেনিম জিন্স ও কালো ব্লেজার।
উফ! স্বামীর হাতে চুম্বন দিয়ে বিমানন্দরেই পোজ দিলেন মডেল, অভিনেত্রী পুনম পান্ডে। রইল ভিডিও।
View this post on Instagram
পুনম তাঁর একটি সাক্ষাৎকারে জানান, ‘আমার স্বামী বিশ্বের সবচেয়ে স্মার্ট হাজব্যান্ড। ইয়ার্কি বাদ দিলে, আমাদের মধ্যে অনেক মিল রয়েছে। ও আমার প্রিয়তম বন্ধু এবং সবচেয়ে বড় কথা, আমরা এতটাই ঘনিষ্ঠ যে পরস্পরের মনের অবস্থা সব সময় বুঝতে পারি।’