কলকাতাঃ গভীর রাতে ক্যাফেতে অস্ত্রধারীদের হানায় অবাক কলকাতাবাসি। গতকাল রাতে ক্যাফের মালিক রাহুল সিংকে খোঁজ করতে আসেন নিশান্ত হায়দার নামক এক যুবক এবং আরও তিনজন। ছয় নম্বর নাসিরুদ্দিন রোডের আলাদিন ক্যাফেতে রাত দেড়টা নাগাদ ঢুকে দুই ম্যানেজার মহম্মদ আমিন ও তউসিফ রাজার কাছে ক্যাফের মালিক রাহুল সিংয়ের খোঁজ করতে থাকে ওই চার যুবক।
এরপরেই রাহুল সিংকে না পেয়ে উন্মত্ত নিশান্ত বন্দুকের বাট দিয়ে তউসিফ রাজার মাথায় আঘাত করেন। ক্যাফের মালিক না থাকায় ম্যানেজারদের হেনস্থা করে ওই চার যুবক।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপরে তারা তিন রাউন্ড গুলিও চালায় এবং চারটে বোমাও চার্জ করে। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ হতাহত হননি, কিন্তু ঠিক কি উদ্দেশ্যে ওই চার যুবক হোটেলের মালিকের খোঁজ করছিলো তা খতিয়ে দেখছে পুলিশ।