Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পার্টি হোস্ট করণ জোহর, নেশায় মত্ত বলিউড তারকরা, ফাঁস হল সেই ভিডিও

মাদক যোগ নিয়ে বলিউড উত্তাল। এতদিন গোটা বলিউড চুপ হয়ে ছিল। রাজ্য সভার বিশেষ অধিবেশনে জয়া বচ্চন মুখ খোলার পর একে একে অনেকেই এগিয়ে আসে বলিউডের হয়ে কথা বলতে। বলিউডের…

Avatar

মাদক যোগ নিয়ে বলিউড উত্তাল। এতদিন গোটা বলিউড চুপ হয়ে ছিল। রাজ্য সভার বিশেষ অধিবেশনে জয়া বচ্চন মুখ খোলার পর একে একে অনেকেই এগিয়ে আসে বলিউডের হয়ে কথা বলতে। বলিউডের ইমেজকে ধরে রাখার লড়াইয়ে ময়দানে নেমে পড়েছেন কিয়দংশ অভিনেত্রী। কিন্তু এরপরেও শেষ রক্ষা হল না, পরিচালক করণ জোহরের বাড়িতে মাদক পার্টি আয়োজনের অভিযোগ তুলে, কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রণ বোর্ড-এ (এনসিবি) তদন্তের আবেদন জানালেন প্রাক্তন অকালি দলের সাংসদ মনজিন্দর সিং সিরসা। চলুন দেখে নিই সাংসদ কি বললেন। এরপর দেখে নেব সেই ভিডিও যেই ভিডিও নিয়েই কটাক্ষ করেছেন সাংসদ।

I met Sh. Rakesh Asthana, Chief of @narcoticsbureau at BSF head quarter, Delhi regarding submission of complaint for investigation & action against film Producer @karanjohar & others for organizing drug party at his residence in Mumbai. That party video must be investigated into!

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সাংসদ মনজিন্দর সিং সিরসা মুলত দীপিকা পাড়ুকোন, ভিকি কৌশল, মালাইকা অরোরা, বরুণ ধাওয়ান, অর্জুন কাপুর ও শাহিদ কাপুরের বিরুদ্ধে তিনি মাদক সেবন, মজুত রাখা এবং বাড়ির চৌহদ্দিতে এই অপরাধ সংঘটনের জন্য আমন্ত্রক করণ জোহরের বিরুদ্ধে এনসিবি-কে তদন্তের আর্জি জানিয়েছেন প্রাক্তন সাংসদ। রইল সেই ভিডিও, যেখানে করণ জোহর পার্টি হোস্ট করছেন। প্রত্যেকের চোখে এক অদ্ভুত নেশা।

About Author