কলকাতা: আজ, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০তম জন্মদিন। সকাল থেকে শুভেচ্ছাবার্তায় ভাসছেন মোদি। শুধু বিজেপি নেতা-নেত্রী নন, বিরোধী দলের নেতা-নেত্রীরাও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে।
শুভেচ্ছা জানাতে ভোলেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মুখ্যমন্ত্রী টুইট করে লেখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তার ৭০তম জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আগামী বছর তার সুস্থতা ও সফলতা কামনা করি।’
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowমুখ্যমন্ত্রীর পাশাপাশি এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধীও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। এমনকি গোটা দেশ বিভিন্নভাবে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করতে ব্যস্ত হয়ে উঠেছে।
একদিকে যেমন প্রধানমন্ত্রীর নিজের রাজ্য গুজরাটের সুরাটে ৭০ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে। ঠিক তেমন কোয়েম্বাটুরে ৭০কেজি লাড্ডু বানানো হয়েছে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে। একই ছবি ধরা পড়েছে এ রাজ্যেও। বীরভূমে পুকুরে মাছ ধরে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়েছে। সব মিলিয়ে গোটা দেশজুড়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হচ্ছে, তা বলাই যায়।