Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সেলিব্রিটি হল ৫ দিনে, ভাইরাল রাজ-শুভশ্রীর ছেলের ভিডিও

টলিউডে এই মুহূর্তে সবচেয়ে নজরকাড়া বিশেষ সেলিব্রিটি হল ৫ দিনের যুভান। পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রীর সদ্যজাত পুত্র। ইতিমধ্যেই যুভানের নামে ইনস্টাগ্রামে খোলা হয়েছে ফ্যান ক্লাব, যার ফলোয়ার্স প্রায়…

Avatar

টলিউডে এই মুহূর্তে সবচেয়ে নজরকাড়া বিশেষ সেলিব্রিটি হল ৫ দিনের যুভান। পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রীর সদ্যজাত পুত্র। ইতিমধ্যেই যুভানের নামে ইনস্টাগ্রামে খোলা হয়েছে ফ্যান ক্লাব, যার ফলোয়ার্স প্রায় দুই হাজার ছুঁইছুঁই। পরিচালক রাজও ছেলের ও স্ত্রীর সঙ্গে বেশ কিছু আদুরে ছবি পোস্ট করে জিতে নিয়েছেন নেটিজেনদের মন।

এবারে যুভানকে কোলে নিয়ে ভাইরাল হল রাজের ভিডিও। ছোট্ট যুভানকে কোলে নিয়ে অত্যন্ত স্নেহের সঙ্গে ছেলের সঙ্গে কথা বলে চলেছেন রাজ। নানান আদুরে কথায় রাজ দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন ছেলের। অন্যদিকে ভ্রূ কুঁচকে বড়ই বিস্মিত ভাবে পৃথিবীর বিভিন্ন জিনিসগুলোর সঙ্গে পরিচয় সেরে নিচ্ছে ছোট্ট স্টারকিড। তার দৃষ্টি কখনো রাজের দিকে, কখনো বা আশেপাশে। কিন্তু মুখে তার নেই কোনো বিরক্তি কি কান্নাকাটির চিহ্নমাত্র। পাশে অবশ্য মা শুভশ্রীর কন্ঠস্বরও ভেসে এসেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভিডিওটিতে রাজের পিতৃস্নেহ দেখে আপ্লুত হয়ে পড়ছেন নেটবাসীরা। তুমুল জনপ্রিয় হয়েছে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায়। এর আগে টলিউডের কোনো স্টার কিডকে নিয়ে এত মাতামাতি দেখা যায় নি সাধারণ মানুষের মধ্যে। দেখে নিন ছবি ভিডিও।

 

View this post on Instagram

 

My love Yuvaan❤️

A post shared by Raj Chakraborty ?? (@rajchoco) on

About Author