দুবাই: দরজায় কড়া নাড়ছে আইপিএল। তবে এবারে দেশে আইপিএল অনুষ্ঠিত হচ্ছে না। করোনা পরিস্থিতির কারণে দেশের অবস্থা বেশ উদ্বেগজনক। তাই সংযুক্ত আরব আমিরশাহীকেই আইপিএল ভেন্যু হিসেবে বেছে নিয়েছে বিসিসিআই। প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। বিসিসিআইয়ের এসওপি মেনে চলছেন দলের ক্রিকেটাররা। তার মাঝে আমিরশাহির গরমের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে হচ্ছে ক্রিকেটারদের। আর তাই পুল সেশনে মেতেছে বিরাট কোম্পানি।
রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি পুল সেশনের একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। সেই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এমনিতেই বিগত কয়েক দিন ধরে ভক্তদের শুভেচ্ছাবার্তা ভাসছেন বিরাট। কারণ, তিনি বাবা হতে চলেছেন। এমন সময় তিনি সস্ত্রীক রয়েছেন আমিরশাহীতে। একদিকে বিরাট আইপিএলে মনোনিবেশ করতে ব্যস্ত, অন্যদিকে সমুদ্রসৈকতে নিজের প্রেগন্যান্সি পিরিয়ড উপভোগ করছেন অনুষ্কা। সব মিলিয়ে বেশ খোশ মেজাজে রয়েছেন আরসিবি অধিনায়ক।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowhttps://www.instagram.com/p/CFL4BArF6mk/?igshid=1az0aqhpp01tj
এমনকি নিজের দল নিয়ে বেশ আশাবাদী বিরাট। এর আগে আইপিএলে তিনবার ফাইনালে উঠলেও এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন তকমা পাযনি বিরাটের দল। আর সেই খরা কাটাতে মরিয়া আরসিবি। এ প্রসঙ্গে বিরাট আগেই জানিয়েছেন যে, এবারের মতো বালান্সড টিম তিনি এর আগে পাননি। এবারে দল ভাল ফল করবে বলে আশাবাদী বিরাট।