Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মহালয়ায় বাগবাজার ঘাটে ‘শহীদ স্মরণে’ বিজেপির তর্পণ, মঞ্চ বাঁধা নিয়ে জটিলতা

কলকাতা: রাত পোহালেই মহালয়া। প্রত্যেক বছরের মতো মহালয়ার দিন শহীদ দলীয় নেতাদের উদ্দেশ্যে তর্পণ করার জন্য এ বছরও বাগবাজার ঘাটে মঞ্চ বেঁধেছিল বিজেপি। কিন্তু করোনা পরিস্থিতিতে এবারে এই মঞ্চ বাঁধা…

Avatar

কলকাতা: রাত পোহালেই মহালয়া। প্রত্যেক বছরের মতো মহালয়ার দিন শহীদ দলীয় নেতাদের উদ্দেশ্যে তর্পণ করার জন্য এ বছরও বাগবাজার ঘাটে মঞ্চ বেঁধেছিল বিজেপি। কিন্তু করোনা পরিস্থিতিতে এবারে এই মঞ্চ বাঁধা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। ইতিমধ্যেই বিজেপির তৈরি করা এই মঞ্চ ভেঙে দিয়েছে পুলিশ। বাগবাজার চত্বরে পুলিশ মোতায়েন করা হয়েছে। রয়েছে মহিলা পুলিশও। করোনা পরিস্থিতির কারণে কোনওরকম মঞ্চ করা যাবে না বলেই কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।

যদিও বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যে, করোনা পরিস্থিতি কতটা উদ্বেগজনক, তা সকলেই জানে। আর সে কথা মাথায় রেখেই এ বছর শুধুমাত্র দক্ষিণবঙ্গের শহীদ দলীয় নেতাদের উদ্দেশ্যে তর্পণ করবে বিজেপি। মোট 22 জন শহীদের পরিবারকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে মঞ্চ বেঁধে কোনওরকম অনুষ্ঠান একেবারেই করা যাবে না বলে পুলিশের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

জানা গিয়েছে, আগামিকাল, বৃহস্পতিবার মহালয়ার বিশেষ তিথিতে তর্পণ অনুষ্ঠানে থাকবেন বিজেপির রাজ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ও অরবিন্দ মেনন। সঙ্গে দেখা যাবে মুকুল রায়কেও। তারা তর্পণ করবেন বলেও জানা গিয়েছে।

About Author