Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

তৈরি হয়ে গেল বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল, সময় কমবে মানালি-লেহ সফরের

মানালি: যারা ভ্রমণপিপাসু, তাদের কাছে অন্যতম ভ্রমণ দেস্টিনেশন হল শিমলা-কুল্লু-মানালি। আর মানালি থেকে অনেকেই আবার লেহ সফর করতে যায়। যদিও সেই সফরে সময় বেশ অনেকটাই ছিল এতদিন। তবে এবার থেকে…

Avatar

মানালি: যারা ভ্রমণপিপাসু, তাদের কাছে অন্যতম ভ্রমণ দেস্টিনেশন হল শিমলা-কুল্লু-মানালি। আর মানালি থেকে অনেকেই আবার লেহ সফর করতে যায়। যদিও সেই সফরে সময় বেশ অনেকটাই ছিল এতদিন। তবে এবার থেকে মানালি থেকে লেহ সফরে সময় বেশ খানিকটা কমবে। তৈরি হল বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল। এর ফলে এখন থেকে মানালি থেকে লেহ সফর সহজ হবে। এই টানেলের নামকরণ করা হয়েছে অটল টানেল। মাটি থেকে ১০,০০০ ফিট উচ্চতায় এটি, যা বানাতে সময় লাগল প্রায় ১০ বছর।

টানেল নির্মাণের প্রধান ইঞ্জিনিয়ার কি পি পুরুষোত্তম সংবাদমাধ্যমে বলেন, মাটি থেকে ১০,০০০ ফিট উচ্চতায় এই টানেলটি দুনিয়ার সবচেয়ে দীর্ঘ হাইওয়ে টানেল। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল ৬ বছরে এর নির্মাণকাজ শেষ হয়ে যাবে। কিন্তু তা শেষ করতে লাগল ১০ বছর। টানেলের মধ্যে প্রতি ৬০ মিটার অন্তর বসানো রয়েছে সিসিটিভি। প্রতি ৫০০ মিটার অন্তর রয়েছে বেরিয়ে যাওয়ার সুড়ঙ্গ। রয়েছে অগ্নি নির্বাপণ ব্যবস্থা। টানেলটি চওড়া সাড়ে দশ মিটার। এর মধ্যে রয়েছে দুপাশে ১ মিটার করে ফুটপাত।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তৈরি হয়ে গেল বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল, সময় কমবে মানালি-লেহ সফরের

জানা গিয়েছে, এই টানেলটি চালু হয়ে গেল মানালি থেকে লেহ-র সফরের সময়ে ৪ ঘণ্টা কমে যাবে। রাস্তা কমবে ৪৬ কিলোমিটার। এর ফলে যারা ভ্রমণ করতে আসবে, তাদের অনেক সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।

About Author