সুরজিৎ দাস : আগামীকাল একই দিনে মাঠে নামতে চলেছে কলকাতার দুই বড়ো দল ইস্টবেঙ্গল ও মোহনবাগান। দুপুর ৩ টের সময় ময়দানে কলকাতা লিগের ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান ও কলকাতা কাস্টমস অপরদিকে সন্ধ্যা ৬ টায় যুবভারতীতে ডুরান্ডের ম্যাচে নামবে ইস্টবেঙ্গল ও বেঙ্গালুরু এফসি। ডুরান্ডে প্রথম দুই ম্যাচ জিতে সেমিতে যাওয়া একপ্রকার নিশ্চিত করে ফেলেছে লালহলুদ বাহিনী তাই কালকের ম্যাচে ড্র করলেই সেমির টিকিট কনফার্ম করে ফেলবে ইস্টবেঙ্গল।
কাল বেঙ্গালুরুর অনভিজ্ঞ তরুণ দলের বিরুদ্ধে ইস্টবেঙ্গল কোচ পরীক্ষার পথেই যেতে পারেন তাই দলে একাধিক তরুণ মুখ থাকতে পারে তবে কোলাডো এখনো বিশ্রামে থাকায় কালকের ম্যাচ খেলবে কি না সে বিষয়ে নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। অপরদিকে কলকাতা লিগের প্রথম ম্যাচে পিয়ারলেসের বিরুদ্ধে ৩-০ গোলে হারার পর কালকে কাস্টমস এর বিরুদ্ধে ম্যাচে নিজেদের সেরা টিমটাই মাঠে নামাবে মোহনবাগান তবে ফ্রান মোরান্তে খেলবে কি না সে বিষয়ে নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowঅপরদিকে এদিন মোহনবাগানে সই করছেন লাল হলুদের প্রাক্তন ফুটবলার লালরাম চুল্লোভা রালতে তবে কাল তিনি মাঠে নামবেন কিনা সে বিষয়ে বলা যাচ্ছে না। তাই কালকে দুই প্রধানের ম্যাচ ঘিরে শহরের উত্তাপ চরম থাকবে বলে ধরে নেওয়াই যায়।